ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার ভূমিকম্প: তিনজনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪০, জানুয়ারি ১১, ২০১২
ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার ভূমিকম্প: তিনজনের প্রাণহানি

মিন্দানাও: ইন্দোনেশিয়ার উত্তর উপকূলীয় অঞ্চলে ৭.৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প হয়েছে। বুধবার সকালে সুমাত্রায় এই ভূমিকম্পে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ইউএসজিএস।



সিমুয়েলির কয়েক হাজার দ্বীপের বাসিন্দারা তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। সুমাত্রা থেকে প্রায়  দুইশ কিলোমিটার ভেতরে ভূমিকম্পের মূল ভূকম্পন স্থল।
 
ভূমিকম্প পরবর্তীতে ইন্দোনেশিয়া সুনামি সতর্কবানী দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে আবার প্রশান্ত্র মহাসাগরীয় সুনামি সতর্কতা সেন্টার এবং স্থানীয় সেন্টার থেকে দেওয়া সুনামি সংকেত তুলে নেওয়া হয়।
 
ইন্দোনেশিয়ার নৃতাত্ত্বিক গবেষণা সংস্থা কর্মকর্তা তিয়ার প্রাসেতিয়া জানান, ভূমিকম্পে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। তবে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, ১১ জানুয়ারি, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।