নানিবাগ: ভারতের উত্তরখন্ডের নানিবাগ জেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৩ জন বাসযাত্রী নিহত হয়েছে। দুর্ঘটনায় আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বুধবার সকালে ঘন কুয়াশার কারণে বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায় বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
স্থানীয় পুলিশ সূত্র জানায়, কুয়াশার কারণে বাসের ড্রাইভার সামনে কি আছে দেখতে না পাওয়ায় নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। বাসটি ১৫০ ফুট গভীর খাতে পড়ে যায়।
বাসটি মোট ২৩ জন যাত্রী নিয়ে দেরাদুন থেকে বাদকোটে যাচ্ছিল।
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১২