তেহরান: ইরানের রাজধানী তেহরানে এক বোমা হামলায় দেশটির আরও একজন অধ্যাপক নিহত হয়েছেন। বুধবার সকালে তাকে বোমা মেরে হত্যা করা হয়েছে বলে জানায় তেহরান কর্তৃপক্ষ।
মুস্তফা আহমাদি রোশান নামের এই অধ্যাপককে হত্যার জন্য তেহরান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে দায়ি করেছে। তবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উভয়ই এই অভিযোগ অস্বীকার করেছে।
দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স জানায়, ৩২ বছর বয়সী রোশান অন্য দুইজনের সঙ্গে গাড়িতে করে তেহরানের উত্তরে গোল নবীর দিকে যাচ্ছিল। তার গাড়ির পাশে রাখা একটি মোটর সাইকেলে রাখা বোমা বিস্ফোরণে তার মৃত্যু হয়। রোশান একজন পরমাণু বিশেষজ্ঞ।
ফার্স আরও জানায়, রোশান তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তাকে লক্ষ্য করেই এ সন্ত্রাসী হামলা চালানো হয়। একই ধরনের আরেক বোমা হামলায় চলতি মাসের ১২ তারিখ তেহরান বিশ্ববিদ্যালয়ের আরেক অধ্যাপক মাসুদ আলী মোহাম্মদীকে হত্যা করা হয়। তিনি পদার্থবিদ্যার শিক্ষক ছিলেন।
২০১০ সালের নভেম্বর মাসে মেহরানের বিভিন্ন স্থানে বোমা হামলায় আরও একজন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয় এবং বেশ কয়েকজনকে আহত করা হয়।
রোশানের সঙ্গে থাকা অন্য দুইজন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১২