ইসলামাবাদ: পাকিস্তান পিপলস পার্টি এবং এর মিত্ররা যদি চায় তাহলে আজই পদত্যাগ করবেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। জারদারি তার বক্তব্যে এমনটিই বলেছেন বলে জানায় দেশটির প্রভাবশালী পত্রিকা ডন।
প্রেসিডেন্ট জারদারি প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এবং মন্ত্রী সভার অন্যান্য সদস্যদের সঙ্গে আজ ইসলামাবাদে প্রেসিডেন্ট ভবনে এক বৈঠকে বসেন।
বৈঠক থেকে প্রেসিডেন্ট জানুয়ারির ১২ তারিখ সংসদ অধিবেশন শুরু হওয়ার কথা বলেন।
পাকিস্তানের সার্বিক অবস্থা নিরুপনে এনপি প্রধান আসফানদার ওয়ালি, পিএমএল-কিউ প্রধান চৌধুরী সুজাত হুসেইন, মীর ইসরারুল্লাহ জাহরি, এমকিউএম নেতা ফারুক সাত্তার, বাবর ঘুরি এবং পিপিপি’র অন্যান্য নেতারা জরুরী ভিত্তিতে আলোচনায় বসেছেন।
১২ তারিখের সংসদের সাধারণ সভার আগে আরও একবার আলোচনা হবে বলে জানিয়েছে প্রেসিডেন্টের মুখপাত্র ফরহাতুল্লাহ বাবর।
বাবর আরও জানায়, আলোচনা সভা থেকে সদ্য প্রয়াত নেতা পির সাহেব পাগারার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১২