বন: জার্মান কর্তৃপক্ষের এক পরিসংখ্যানে দেখা যায়, ২০১১ সালের শেষের দিকে এসে জার্মানীর অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে ০.২৫ শতাংশ।
ফেডারেল স্ট্যাটিস্টিকস ব্যুরো থেকে আরও বলা হয়, প্রথম নয় মাসে জাপানের অর্থনীতি বেড়েছিল ৩ শতাংশ।
অভ্যন্তরীন চাহিদা বেড়ে যাওয়ার কারণেই অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে গিয়েছে বলেও পরিসংখ্যান থেকে জানানো হয়।
যদিও বছরের শুরুতে বৃদ্ধির হার রেকর্ড করা হয়েছিল ৩ দশমিক ৭ শতাংশ কিন্তু বছরের শেষে তা দূর্বল হয়ে যায়।
তবে ইউনিক্রেডিটের প্রধান অর্থনীতিবিদ আন্দ্রেস রিস বলেন, জার্মানি অর্থনৈতিক মন্দায় পড়বে তিনি এটা মনে করেন না।
তিনি আরও বলেন, এই বছর অর্থনৈতিক উন্নয়ন ঘটবে ১ শতাংশ। গত দুইমাস ধরে ইনডেক্স বাড়ছে। আর এই ইনডেক্স বাড়া কেম্পানিগুলোর দূর্বলতা থেকে বেড়িয়ে আসাকেই ইঙ্গিত করে।
শ্রমবাজার সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যার ফলে এটি চলতি বছরের প্রথম অর্ধেকে ভোক্তা ব্যয় বাড়িয়ে দেবে বলেও মনে করছেন তিনি।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থান আবার এগিয়ে যাচ্ছে যা আমাদের জন্য সহায়ক হবে। ইউরোর দূর্বলতার কারণে রপ্তানিতে সহায়ক হবে। বিশ্বের অর্থনীতি দূর্বল হয়ে পড়লেও তা আমাদের জন্য ভাবনার কোন বিষয় নয় বলেও তিনি উল্ল্যেখ করেন।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘন্টা, জানুয়ারি ১১ ,২০১২