ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইতালিতে ইউরোপ বিরোধী প্রতিবাদের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৭, জানুয়ারি ১১, ২০১২
ইতালিতে ইউরোপ বিরোধী প্রতিবাদের সতর্কতা

বার্লিন: ইউরোজোনে অর্থনৈতকি সঙ্কট নিরসনে কার্যকরী ব্যবস্থা না নিতে পারলে ইউরোপ বিরোধী প্রতিবাদ বিক্ষোভ শুরু হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও মোন্তি।

বুধবার জার্মানির একটি পত্রিকাকে তিনি বলেছেন, ‘রোমের গৃহীত সংস্কার প্রক্রিয়ার স্বীকৃতি দেওয়া না হলে ইতালিতে ইউরোপ বিরোধী প্রতিবাদ শুরু হয়ে যেতে পারে।



এদিনই জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে মোন্তির বৈঠক হওয়ার কথা রয়েছে।

জার্মান দৈনিকে মোন্তি অভিযোগ করে বলেন, ‘সমস্যা হচ্ছে, আমরা অনেক ত্যাগ স্বীকার করার পরও ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে কিছুই পাচ্ছি না। ’

সঙ্কট উত্তরণে ইতালির ব্যাংকে সুদের হার কমানোর উদ্যোগের কথা উদাহরণ হিসেবে তুলে ধরেন মোন্তি।

তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমাদের বলতে হচ্ছে, আমাদের সংস্কার নীতির কোনও স্বীকৃতি দেওয়া হচ্ছে না। ইউরোপ এর পক্ষে কোনও  ইতিবাচক সাড়াও দিচ্ছে না। কিন্তু তাদের তা করার কথা ছিল। ’

তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘ইতালির জনগণ যদি তাদের কৃচ্ছতা এবং প্রচেষ্টার বিপরীতে কোনও বোধগম্য সাফল্য দেখতে না পায় তাহলে তারা ইউরোপ, জার্মানি এবং ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের (ইসিবি) বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়তে পারে। ’

প্রসঙ্গত, অর্থনৈতিক সঙ্কট নিরসণে গণবিরোধী পদেক্ষপ এবং একের পর এক যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসিকোনি গত নভেম্বরে পদত্যাগে বাধ্য হন। সে মাসেই মারিও মোন্তির নেতৃত্বে অনির্বাচিত সরকার গঠন করা হয়।

ইউরোজোনের তৃতীয় বৃহত্তম অর্থনীতি ইতালি বর্তমানে অত্যল্প প্রবৃদ্ধি, ঋণসঙ্কটে জর্জরিত। ইউরোজোনের অন্য দেশ গ্রিস, আয়ার‌ল্যান্ড এবং পর্তুগালের মতো এদেশটিও দেউলাত্বের মুখে পড়েছে।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।