ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

এশিয়ায় ভারতের আমলাতন্ত্র সবচেয়ে খারাপ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪১, জানুয়ারি ১১, ২০১২
এশিয়ায় ভারতের আমলাতন্ত্র সবচেয়ে খারাপ

সিঙ্গাপুর: এশিয়ার মধ্যে ভারতের আমলাতন্ত্রই সবচে খারাপ। ভয়াবহ আমলাতান্ত্রিক জটিলতা এবং আমলাদের দুর্নীতির কারণে এখানে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হয়।



সিঙ্গাপুরভিত্তিক একটি পরামর্শক প্রতিষ্ঠানের এক জরিপ প্রতিবেদনে এই মন্তব্য করা হয়েছে।   আমলাতন্ত্রের দূরবস্থা নির্ধারণে দশের মধ্যে নয় দশমিক দুই এক পয়েন্ট পেয়েছে ভারত।

এদিকে হংকং ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান পলিটিক্যাল অ্যান্ড ইকনমিক রিস্ক কলসালটেন্সি বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, ভারতের আমলাতন্ত্রের অবস্থা ভিয়েতনামের চেয়েও খারাপ। এতে দেখানো হয়েছে, ভিয়েতনাম ৮.৫৪, ইন্দোনেশিয়া ৮.৩৭, ফিলিপাইনস ৭.৫৭ এবং চীন ৭.১১ পয়েন্ট পেয়েছে।

সিঙ্গাপুর ২.২৫ পয়েন্ট পেয়ে এবারও সবচে ভাল অবস্থানটি ধরে রেখেছে। এর পরেই আছে- হংকং (৩.৫৩), থাইল্যান্ড (৫.২৫), তাইওয়ান (৫.৫৭), জাপান (৫.৭৭), দক্ষিণ কোরিয়া (৫.৮৭) এবং মালয়েশিয়া (৫.৮৯)।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের আমলাতন্ত্র অকার্যকর, যার বিরুদ্ধে বেশিরভাগ অভিযোগগুলো এসেছে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তাদের পক্ষ থেকে।

অভিযোগগুলোর মধ্যে রয়েছে, দুর্বল অবকাঠামো, দুর্নীতি। এখানে ব্যবসায়ীরা জটিলতা এড়াতে এবং সরকারের সুদৃষ্টি পেতে সরকারি কর্মকর্তাদের ঘুষ দিতে উৎসাহিত হয়।

অযাচিত এবং অযৌক্তিক কর, পরিবেশগত এবং অন্যান্য আইন-কানুন ভারতে ব্যবসায়ীদের জন্য চরম হতাশাজনক ও ব্যয়বহুল বিষয় হয়ে গেছে।

এখানে আদালতে যাওয়ার ব্যাপারেও কোম্পানিগুলোর অনীহা তৈরি হয়েছে। তারা যতোটা পারে আদালত এড়িয়ে চলে।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, এখানে ভুল সিদ্ধান্তের জন্য আমলাদের জবাবদিহিতা খুব বিরল। কোনও বিষয়ে তারা দ্বিমত করলে তাদের চ্যালেঞ্জ করাটাও খুব কঠিন।

আর এই বিষয়টিই তাদের ভয়াবহ রকমের ক্ষমতাবান করেছে। এ কারণে অনেক ভারতীয় এবং বিদেশি বিনিয়োগকারীরা আমলাদের ব্যাপারে খুব নেতিবাচক ধারণা পোষণ করে থাকে।

তবে এসব সত্ত্বেও ভারতের কিন্তু ইতিবাচক একটা দিকও রয়েছে। অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে দেশটি অন্যান্য দেশের তুলনায় অনেক ভাল অবস্থানে রয়েছে।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের গ্লোবাল কমপিটিটিভনেস প্রতিববেদনে দেখা যাচ্ছে, ২০১১-১২ সালে ভারতের অবস্থান চীনের নিচে হলেও রাশিয়া এবং ব্রাজিল থেকে এগিয়ে রয়েছে। এর কারণ হিসেবে ব্যবসায়ীক আইনে এবং কাস্টমস প্রক্রিয়ায় তাদের মতো তেমন ঝামেলা নেই।

নতুন নতুন ব্যবসা এবং উৎপাদনমুখী শিল্প বিস্তারের ক্ষেত্রে ভারতের অবস্থান ব্রাজিল, চীন এবং রাশিয়ার ওপরে। এছাড়া আমদানি-রপ্তানি প্রক্রিয়া সহজ হওয়ার কারণে ভারতের অবস্থান দ্বিতীয়।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।