ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানের প্রতিরক্ষা সচিব বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৫, জানুয়ারি ১১, ২০১২
পাকিস্তানের প্রতিরক্ষা সচিব বরখাস্ত

ইসলামাবাদ: পাকিস্তানে সেনাবাহিনী ও সরকারের মধ্যে বিদ্যমান উত্তেজনার মধ্যে বুধবার প্রতিরক্ষা সচিবকে বরখাস্ত করা হয়েছে।

সেনা প্রধান আসফাক পারভেজ কায়ানি বুধবার বাহিনীর কমান্ডারদের জরুরি বৈঠক ডাকেন।

আর এর মধ্যে প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি প্রতিরক্ষা সচিব খালিদ নাইম লোদিকে বরখাস্ত করলেন।

প্রধানমন্ত্রী ওই পদে অতিরিক্ত সচিব নারগিস সেথিকে দায়িত্ব দিয়েছেন।

এদিকে পাকিস্তানের দৈনিকে খবর বেরিয়েছে, সামরিক বাহিনীর হাই কমান্ড ব্রিগেডিয়ার শরফরাজ আলীকে ১১১ ব্রিগেডের কমান্ডার নিযুক্ত করেছে।

প্রধানমন্ত্রী গিলানির কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, অব্যবস্থাপনা এবং বেআইনি পদক্ষেপ গ্রহণের মাধ্যমে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির দায়ে সচিবকে বরখাস্ত করা হয়েছে।

এর আগে সেনাবাহিনী বলেছিল, স্মারকলিপি কেলেঙ্কারির বিষয়টি সুপ্রিমকোর্টে নেওয়ার প্রক্রিয়ায় প্রতিরক্ষা দপ্তর ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাদের এই ব্যর্থতা পাকিস্তানের বেসামরিক সরকার এবং সামরিক বাহিনীর মধ্যে দ্বন্দ্ব উসকে দিয়েছে।

মোদির বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে থেকে নির্ধারিত ক্ষমতার বেশি ক্ষমতা খাটিয়েছেন। তিনি সেনা বাহিনীর হাইকমান্ডের সঙ্গে সরাসরি ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন যা তার ক্ষমতা এবং রীতিনীতি বহির্ভূত।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।