ইসলামাবাদ: পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানি দেশটির উচ্চপদস্থ সেনা কমান্ডারদের সঙ্গে বৃহস্পতিবার আলোচনায় বসেছেন। দেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে সেনাবাহিনী কর্তৃপক্ষ জানায়।
সেনাবাহিনী মুখপাত্র মেজর মুহাম্মদ আলী দিয়াল সেনাবাহিনী সদরদপ্তরের এই আলোচনা সভায় কি কথা হয়েছে তা জানাননি। কিন্তু তিনি বলেন, ‘এই আলোচনার ভেতর দিয়েই দেশ আগামীতে রাজনৈতিকভাবে কিভাবে এগুবে তা পরিস্কার হবে। ’
বুধবার সকালের দিকে প্রধানমন্ত্রী প্রতিরক্ষা সচিব খালিদ নাঈম লোদিকে বহিস্কার করেন। এছাড়াও ওয়াশিংটন থেকে পাওয়া মেমোতে জেনারেলদের ক্ষমতা দখলের প্রশ্নে যে বক্তব্য পাওয়া যায় তার ব্যাপক সমালোচনা করেন।
এদিকে দেশটির সুপ্রিম কোর্ট এই বিষয়টি নিয়ে তদন্ত করে দেখছে। এছাড়াও প্রেসিডেন্টের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তাও খতিয়ে দেখছে আদালত।
গণতান্ত্রিক পন্থায় ২০০৮ সালে জারদারি সরকার পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় আসেন। আগামী বছর অাবারও সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু নির্বাচন নির্ধারিত সময়ের আগেই হতে পারে বলে মনে করেছেন অনেকেই। কারণ সরকার ইতোমধ্যেই দারিদ্রতা, দুর্নিতি ইত্যাদি অভিযোগে জর্জরিত।
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১২