ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

হতাশা নিয়ে সিরিয়া ছাড়লো আরব লীগ পরিদর্শক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২১, জানুয়ারি ১২, ২০১২
হতাশা নিয়ে সিরিয়া ছাড়লো আরব লীগ পরিদর্শক

দুবাই: আরব লীগের একজন পরিদর্শক সিরিয়া ছেড়ে চলে গিয়েছেন। সিরিয়ায় তিনি মানবিক বিপর্যয়ের বিভীষিকা দেখেছেন বলে একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন।



আনোয়ার মালিক নামের ওই পরিদর্শক ওই গণমাধ্যমটিকে আরও জানান, ‘ওখানে আমি ক্ষমতাহীন। আরব লীগ পরিদর্শক দলকে স্বাধীনভাবে দেশের সর্বত্র যেতে দেওয়া হচ্ছে না। আমি নিজেকে সরিয়ে নিয়েছি কারণ আমার মনে হয়েছে আমি সিরিয়ার বর্তমান শাসকের পক্ষেই যেন কাজ করছি। ’

তিনি আরও বলেন, ‘মানুষের অনুভূতি এবং এর মূল্য দেওয়া হলো আসল ব্যাপার। আমি হোমসে ১৫ দিন ছিলাম। আমি সেখানে বিভীষিকা দেখেছি। দেখেছি পুড়ে যাওয়া শরীর। আর এই অবস্থায় আমি আমার মানবিক অবস্থান থেকে সরে যেতে পারি না। ’

মালিক আরব লীগ নেতৃবৃন্দকে সমালোচনা করে বলেন, এই মিশনের প্রধান চান সিরিয়ার জনগণ এবং শাসকদের মাঝে একটি মধ্যবর্তী শান্তিপূর্ণ সমাধান। অথবা যেকোনো অবস্থান থেকেই তিনি একটা মধ্যবর্তী সমাধান চান। ’

ইতোমধ্যেই প্রেসিডেন্ট বাশার আল আসাদ দুই দিন আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। আর ওই ভাষণে তিনি সিরিয়ার যাবতীয় সমস্যার জন্য বিদেশি ষড়যন্ত্রকেই দায়ি করেন।

এদিকে সিরিয়ায় একজন ফরাসি সাংবাদিক নিহত হয়েছেন গতকাল। ফরাসি টেলিভিশন নেটওয়ার্কের এক বিবৃতিতে জানানো হয়, ‘ফ্রান্স ২ টেলিভিশন গভীর দু:খের সঙ্গে গিলাস জ্যাকুইয়েরের মৃত্যু সংবাদ জানাচ্ছে। ’

তবে ওই বিবৃতিতে গিলাস কিভাবে নিহত হয়েছেন সে সম্পর্কে কিছুই বলা হয়নি।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।