ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বিজ্ঞানী হত্যাকে অঘোষিত যুদ্ধ ভাবছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৮, জানুয়ারি ১২, ২০১২
বিজ্ঞানী হত্যাকে অঘোষিত যুদ্ধ ভাবছে ইরান

তেহরান: বুধবার ইরানে আরেক পরমাণু বিজ্ঞানী নিহতের ঘটনায় ইরান এবং পশ্চিমাদের মধ্যে উত্তেজনা বাড়ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

৩২ বছর বয়সী মুস্তফা আহমাদি রোশান বুধবার এক গাড়ি বোমা বিস্ফোরণে তেহরানে নিহত হয়েছেন।

তিনি ইরানের নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পের প্রধান ছিলেন। এছাড়াও তিনি ছিলেন একজন বিশ্ববিদ্যালয় অধ্যাপক এবং একজন পদার্থবিদ।

এর আগে আরও দুইজন ইরানী বিজ্ঞানী বোমা হামলায় নিহত হয়েছেন। ওই দুইজনও ছিলেন ইরানের পরমাণু বিশেষজ্ঞ।

দুরহাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আনুশ এহতেশামি বলেন, ‘এ ধরণের হত্যাকাণ্ডের কি কারন থাকতে পারে। এই হত্যাকাণ্ডগুলো স্রেফ অঘোষিত যুদ্ধের সমান। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে নাটকীয় ঘটনা ঘটছে। ’

ব্রুকিং দোহা সেন্টারের পরিচালক সালমান শাঈখ বলেন, ‘এই ধরণের হত্যাকাণ্ড বৃদ্ধি ঘটনাটি স্পষ্ট। এর ফলে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এটা একটা কৌশলগত পরিকল্পনার অংশ। ’

ইরান গতকালের হত্যাকাণ্ডের জন্য ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে দায়ি করেছে। যদিও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উভয়েই এই অভিযোগ অস্বীকার করেছেন।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।