তেহরান: বুধবার ইরানে আরেক পরমাণু বিজ্ঞানী নিহতের ঘটনায় ইরান এবং পশ্চিমাদের মধ্যে উত্তেজনা বাড়ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
৩২ বছর বয়সী মুস্তফা আহমাদি রোশান বুধবার এক গাড়ি বোমা বিস্ফোরণে তেহরানে নিহত হয়েছেন।
এর আগে আরও দুইজন ইরানী বিজ্ঞানী বোমা হামলায় নিহত হয়েছেন। ওই দুইজনও ছিলেন ইরানের পরমাণু বিশেষজ্ঞ।
দুরহাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আনুশ এহতেশামি বলেন, ‘এ ধরণের হত্যাকাণ্ডের কি কারন থাকতে পারে। এই হত্যাকাণ্ডগুলো স্রেফ অঘোষিত যুদ্ধের সমান। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে নাটকীয় ঘটনা ঘটছে। ’
ব্রুকিং দোহা সেন্টারের পরিচালক সালমান শাঈখ বলেন, ‘এই ধরণের হত্যাকাণ্ড বৃদ্ধি ঘটনাটি স্পষ্ট। এর ফলে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এটা একটা কৌশলগত পরিকল্পনার অংশ। ’
ইরান গতকালের হত্যাকাণ্ডের জন্য ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে দায়ি করেছে। যদিও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উভয়েই এই অভিযোগ অস্বীকার করেছেন।
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১২