ঢাকা, শনিবার, ১৪ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

দেশ ছেড়েছেন জারদারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৫, জানুয়ারি ১২, ২০১২
দেশ ছেড়েছেন জারদারি

ইসলামাবাদ: দেশ ছেড়ে দুবাই গিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। প্রেসিডেন্টের একদিনের এই দুবাই সফর পূর্ব নির্ধারিত হলেও অনেকেই মনে করছেন সেনাবাহিনী দ্বারা ক্যু হওয়ার যে আশঙ্কার কথা জানা গেছে তার পরিপ্রেক্ষিতেই তিনি দুবাই গিয়েছেন।



১৯৯৯ সালের পর পাকিস্তানে আবারও বেসামরিক সরকার বনাম সামরিক বাহিনী মুখোমুখি অবস্থানে দাড়িয়েছে।

সরকার এবং দলের কর্মকর্তারা বলেন, প্রেসিডেন্ট দুবাইতে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছেন। শুক্রবার সকালেই তিনি দেশে ফিরে আসবেন। এই সফরের সঙ্গে দেশের বর্তমান সঙ্কটের কোনো সম্পর্ক নেই।

তবে যারা এই তথ্য দিয়েছেন তারা কেউ তাদের নিজেদের নাম বলেনি।

তবে এর আগে আরেক সূত্র থেকে জানা ‍যায়, ‘জারদারি চিকিৎসার জন্য দুবাই যেতে পারে। কয়েক মাস আগে তিনি দুবাইয়ে চিকিৎসার জন্য একমাস ছিলেন। ’

জারদারির এক ঘনিষ্ঠ কর্মকর্তা জানান, এটা মেডিক্যাল চেকাপের কোনো সফর নয়। তিনি যথা সময়েই ফিরে আসবেন।

বুধবার প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি দেশটির প্রতিরক্ষা সচিব নাঈম খালিদ লোদিকে বহিস্কার করেন। আর এই বহিস্কারাদেশ পরবর্তীতে সামরিক বাহিনীর কর্মকর্তারা নতুন সচিবের কথা মানবেন না বলে হুমকি জানিয়েছে।

এদিকে পাকিস্তান তেহেরিক-ই-পার্টির সভাপতি ইমরান খান বলেন, আমরা কোনো প্রকার ক্যু-কে সমর্থণ করি না।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।