টোকিও: ইরানের তেলের ওপর নির্ভরতা কমাতে দৃঢ় পদক্ষেপ নেবে জাপান। পদক্ষেপ হিসেবে জাপান ইরান থেকে প্রাথমিকভাবে তেল আমদানি কমাবে বলে ঘোষণা দিয়েছে জাপানের বাণিজ্য মন্ত্রণালয়।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি সচিব টিমোথি গেইথনারের সঙ্গে জুন আজুমি দেখা করার পরই জাপান এই ঘোষণা দেয়।
ইরানের তেল সম্পদের বিরুদ্ধে অবরোধ জারি করতে চীন এবং জাপানকে পাশে চাইছে গেইথনার। বুধবার তিনি এই বিষয় নিয়ে বেইজিংয়ে চীনা নেতৃবৃন্দের সঙ্গেও কথা বলেন। কিন্তু চীন থেকে তিনি জাপানের মতো সমর্থণ পাননি।
এক যৌথ সংবাদ সম্মেলন থেকে জাপানের পক্ষে জুন আজুমি বলেন, ‘গত পাঁচ বছর ধরেই আমরা তেল আমদানি কমাচ্ছি ইরান থেকে। আমরা আশা করছি ইরানের তেলের প্রতি নির্ভরতা আরও কমাতে পারবো আমরা। ’
ইরান থেকে তেল কেনার ক্ষেত্রে জাপান দ্বিতীয়। জাপানের তেল সঙ্কট হলে যাতে মধ্যপ্রাচ্যের দেশগুলো সমর্থন দেয় সেই সুপারিশও করেছে জাপান।
জাপানের এই সাড়া দেওয়ায় সাধুবাদ জানিয়ে গেইথনার বলেন, আমরা জাপান এবং ইউরোপের সঙ্গে একজোট হয়ে কাজ করছি। সারাবিশ্ব ক্রমেই ইরানের ওপর চাপ বৃদ্ধি করবে।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১২