ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আরবিএস থেকে সাড়ে তিন হাজার কর্মচারী ছাটাই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৮, জানুয়ারি ১২, ২০১২
আরবিএস থেকে সাড়ে তিন হাজার কর্মচারী ছাটাই

এডিনবার্গ: স্কটল্যান্ডের রয়েল ব্যাংক(আরবিএস) সাড়ে তিন হাজার কর্মচারী ছাটাই করবে। আর উল্লেখযোগ্য সংখ্যক এই কর্মচারীদের চলতি বছরের মধ্যেই ছাটাই করা হবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।



বিনিয়োগকারী ব্যাংকগুলোর পুনর্গঠন ও সংকোচন নীতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বলা হচ্ছে।

তবে এই ছাটাই হবে শুধুমাত্র যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক অফিসগুলোতে। এরআগে ছাটাই করার কথা ছিল মূলত দুই হাজার।

এর সঙ্গে সঙ্গে ব্যাংকটির সেবাখাতেও আসছে পরিবর্তন। স্থানীয় বাজার এবং আন্তর্জাতিক ব্যাংকিং বিভাগে বিভক্ত হয়ে যাবে এর সেবা কার্যক্রম।

এ উপলক্ষ্যে ব্যাংকটি থেকে এক বিবৃতিতে জানানো হয়, আমরা এখন স্থানীয় বাজারের ঋণ, মুদ্রা এবং অর্থবাজার নিয়ে কাজ করছি।

ব্যাংকটির সেবাখাতের মধ্যে রয়েছে বিনিয়োগ ব্যাংক থেকে কর্পোরেট ব্যাংকগুলোকে পরামর্শ দেওয়া। বণ্ডের মাধ্যমে অর্থ ধার দেওয়া এবং বাণিজ্যিক সুবিধার্থে অর্থ ব্যবস্থাপনায় সাহায্য করা।

গত দুই বছরে ব্যাংকটি ইতোমধ্যেই প্রায় ত্রিশ হাজার কর্মচারী ছাটাই করেছে। ছাটাইকৃতদের মধ্যে বাইশ হাজার লোকই ছিল শুধুমাত্র যুক্তরাষ্ট্রের।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।