ইয়াঙ্গুন: বিচ্ছিন্নতাবাদী কারেন বিদ্রোহীদের সঙ্গে অস্ত্র বিরতি চুক্তি সই করেছে মিয়ানমার সরকার। বৃহস্পতিবার একজন সরকারি কর্মকর্তা এই খবর জানিয়েছেন।
মিয়ানমারের পূর্বাঞ্চলীয় কারেন রাজ্যের রাজধানী হপা আনে সরকারি কর্মকর্তা এবং কারেন ন্যাশনাল ইউনিয়নের (কেএনইউ) মধ্যে বৈঠকের পর এই সমঝোতাটি এল।
কর্মকর্তারা জানিয়েছেন, উভয়পক্ষ অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে। উভয় সীমান্তে যোগাযোগ অফিস খোলা এবং সীমান্ত পারাপারের ব্যাপারেও সম্মত হয়েছে তারা।
কারেন বিদ্রোহীরা ৬০ বছরেরও বেশি সময় ধরে আরও বেশি স্বায়ত্বশাসনের দাবিতে সশস্ত্র সংগ্রাম করে যাচ্ছে।
এর আগেও সরকারের সঙ্গে তাদের একটি বড় গ্রুপের সমঝোতা হয়েছিল। কিন্তু শান্তি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি।
তবে এই অস্ত্রবিরতি চুক্তিকে শুধু একটি টেকসই শান্তির প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। কিন্তু এখনই উভয়পক্ষকে সিদ্ধান্ত নিতে হবে কীভাবে তারা কয়েক দশকব্যাপী চলমান রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটিয়ে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে পারবে।
সরকার এর আগে ১৯৮৯ সালে এরকম আরও ১৭টি সশস্ত্র গ্রুপের সঙ্গে সমঝোতা করেছে। গত বছর শান এবং কারেনসহ আরও কয়েকটি নৃগোষ্ঠীর সঙ্গে থাই-বার্মা সীমান্তে বৈঠক অনুষ্ঠিত হয়।
২০১১ সালের ডিসেম্বরে স্থানীয় সরকার এবং সবচে বড় বিদ্রোহী নৃগোষ্ঠী শান স্টেট আর্মি সাউথের সঙ্গে অস্ত্রবিরতি চুক্তি করে মিয়ানমার সরকার।
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১২