ওয়াশিংটন: নিহত তালেবান যোদ্ধার মৃতদেহের ওপর মার্কিন মেরিন সেনাদের মূত্রত্যাগের ঘটনার তদন্ত করার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র।
সম্প্রতি ইন্টারনেটে প্রচারিত একটি ভিডিও ফুটেজে দেখা যায়, আফগানিস্তানে মার্কিন মেরিন সেনারা তিনটি মৃতদেহের ওপর হাস্যজ্জ্বোল মুখে মূত্রত্যাগ করছে।
বিশ্বব্যাপী নিন্দা ও সমালোচনার প্রেক্ষিতে অবশেষে মার্কিন মেরিন কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক বিবৃতিতে এই ঘটনার তদন্তের ঘোষণা দিয়েছে।
ভিডিও ক্লিপটি ইন্টারনেটে প্রথমে লাইভ লিক নামের ওয়েবসাইটে ছাড়া হয় । ক্লিপটিতে দেখা যায়, মার্কিন সেনাবাহিনীর চার সেনা মাটিতে শোয়ানো তিনটি রক্তাক্ত মৃতদেহের ওপর মূত্রত্যাগ করছে। ভিডিওটি দেখে মনে হয়, মূত্রত্যাগের সময় মেরিনরা সচেতনভাবেই ক্যামেরাবন্দি হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, মূত্রত্যাগকারীদের একজন কৌতুক করে অপর সঙ্গীদের সুন্দর দিন কামনা করছে। এসময় বাকি সঙ্গীরা এই কৌতুকে উল্লাসপূর্ণ সম্মতি দিচ্ছে।
তালেবানরা এক বিবৃতিতে এই ঘটনার নিন্দা জানিয়ে একে আর্ন্তজাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে। মৃত ব্যক্তিরা তালেবান সদস্য বলে দাবি করছে তারা।
বিশ্লেষকরা মনে করছেন, ভিডিও ক্লিপটি আফগানিস্তানে তীব্র মার্কিন বিরোধী জনমতকে আরও উসকে দেবে। আফগানিস্তানে মার্কিন সেনাদের এ রকম মানবাধিকার লঙ্ঘনের আরও নজির রয়েছে বলে অভিযোগ রয়েছে।
উদাহরণ হিসেবে, ২০১০ সালে কান্দাহারে মার্কিন মেরিন সেনাদের হাতে নিহত এক আফগান বালকের ক্ষতবিক্ষত লাশের পাশে দুই মার্কিন মেরিনের হাস্যজ্জ্বোল ভঙ্গিতে ছবি তোলার ঘটনা উল্লেখযোগ্য।
এই ঘটনাও তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১২