ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইরাকে মার্কিন কমান্ডারের নৃশংসতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৭, জানুয়ারি ১২, ২০১২
ইরাকে মার্কিন কমান্ডারের নৃশংসতা

নিউইয়র্ক: ইরাকে সেনা বাহিনীর কমবেট অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু এতোদিন সেখানে তারা যেসব মানবাধিকার লঙ্ঘন করেছে তার তথ্য-প্রমাণ সাধারণের অগোচরে থাকার কারণে সেভাবে কেউ উচ্চকণ্ঠ হচ্ছে না।



সম্প্রতি এক সেনা স্বীকার করেছেন, পাঁচজন নিরস্ত্র বেসামরিক ইরাকিকে নৃশংসভাবে হত্যার পর তার কমান্ডার ঘটনাটি চেপে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন।

ক্যালিফোর্নিয়ায় একটি সামরিক আদালতে ওই সেনা বলেছেন, ২০০৫ সালে ইরাকের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আল আনবারে পাঁচজন ইরাকি বেসামরিককে হত্যা করার পর কমান্ডার তাকে এ বিষয়টি অস্বীকার করার জন্য বলেন।

গত বুধবার স্টাফ সার্জেন্ট ফ্রাঙ্ক উটারিকসের কোর্ট মার্শালের তৃতীয় দিনে ইরাক যুদ্ধক্ষেত্র ফেরত সার্জেন্ট স্যানিক ডেলা ক্রুজ ইরাক যুদ্ধে মার্কিন সেনাদের ভূমিকার সর্বাধিক বিতর্কিত এই বিষয়টি উন্মোচণ করেন।

ডেলা ক্রুজের স্কো্য়াড লিডার ছিলেন উটারিক। ক্রুজ জানান, উটারিক একটি গাড়ির ভেতর থেকে পাঁচজন ইরাকিকে টেনে বের করে এনে গুলি করে হত্যা করেন। ওই স্থানের নিকটেই বোমা হামলায় একজন মার্কিন মেরিন সেনা নিহত হয়েছিল।

ওই ঘটনার প্রতিশোধের আগুনে সেসময ২৪ জন ইরাকি বেসামরিককে প্রাণ দিতে হয়েছে। ১৯টি বাড়িতে তল্লাশি করে নির্বিচারে নারী-শিশুদের হত্যা করা হয়েছে। ওই পাঁচ ইরাকিও এই ঘটনার শিকার। ঘটনাটি ঘটে হাদিথা শহরে ২০০৫ সালের ১৯ নভেম্বর।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।