নিউইয়র্ক: এযাবতকালের ক্ষুদ্রতম ব্যাঙের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। মাত্র ৭ মিলি মিটার দৈর্ঘ্যের এই ব্যাঙটি পাওয়া গেছে পাপুয়া নিউগিনির জঙ্গলে।
পেডোফাইন অ্যামুয়েনসিস প্রজাতির এই ব্যাঙটিকে ভার্টিব্রাটা পর্বের ক্ষুদ্রতম প্রাণী বলে ধারণা করা হচ্ছে। ভার্টিব্রাটা পর্বের মধ্যে স্তন্যপায়ী, মাছ, পাখি এবং উভচর প্রাণীরা রয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষক দল এর থেকে একটু লম্বা পেডোফাইন সুইফটোরাম প্রজাতির আরেকটি ব্যাঙের সন্ধান পেয়েছেন বলে জানা গেছে।
পিএলওএস বিজ্ঞান সাময়িকীতে এই নতুন প্রজাতির সন্ধানের বিস্তারিত জানিয়েছে বিজ্ঞানীরা। এই ব্যাঙগুলো জঙ্গলের মাটিতে পাতার স্তুপের নিচে লুকিয়ে থাকে। রাতের বেলা এরা পোকার মতো আওয়াজ করে। এরা এতোই ক্ষুদ্র যে এদের খুঁজে বের করা খুব কঠিন।
পাপুয়া নিউগিনির জঙ্গল রাতে নানা ধরনের পোকার আওয়াজে মুখর হয়ে উঠে। এর মধ্যে ব্যাঙের আওয়াজ রেকর্ড করার চেষ্টা করেন বিজ্ঞানীরা। তার পর সেই আওয়াজ ধরে খোঁজা শুরু হয়।
গবেষক দলের প্রধান যুক্তরাষ্ট্রের ব্যাটন রোজে লুইজিয়ানা স্টেট ইউনির্ভাসিটির গবেষক ক্রিস অস্টিন জানান, গভীর রাতে আওয়াজগুলো বোঝার চেষ্টা করেন তারা। এক সময় বুঝতে পারেন পাতার স্তুপের নিচ থেকে আলাদা ধরনে আওয়াজ আসছে। এভাবেই তারা খুঁজে পান ক্ষুদ্রতম ভার্টিব্রাটা।
ব্যাঙটি ধরার সময় পাতার পুরো স্তুপ ধরে প্লাস্টিকের ব্যাগে রাখতে হয়েছিল। পরে সেখান থেকে খুঁজে বের করতে হয়েছে তাকে। এতোই ছোট্ট প্রাণী এটি- বলেন ক্রিস অস্টিন।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১২