নিউইয়র্ক: গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে পণ্যের খুচরা বিক্রি ধারণার চেয়েও বেশি বেড়েছে। পূর্ব অনুমানের চেয়ে এর পরিমাণ ০.১ শতাংশ বেশি।
বাণিজ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত নয় মাসে এটিই সবচেয়ে কম বৃদ্ধি। নভেম্বরে এই হার বেড়েছিল ০.২ শতাংশ থেকে ০.৪ শতাংশে।
খ্রিস্টানদের বড়দিন উপলক্ষ্যে ডির্পাটমেন্টাল স্টোর ও ইলেকট্রনিক্সের দোকানে বিক্রয় কমেছিল।
তা সত্ত্বেও ২০১১ সালে ২০১০ সালের তুলনায় বিক্রি বেড়েছে ৭ দশমিক ৭ শতাংশ।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জানুয়ারি ১২,২০১২