ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে খুচরা বিক্রি বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৩, জানুয়ারি ১২, ২০১২

নিউইয়র্ক: গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে পণ্যের খুচরা বিক্রি ধারণার চেয়েও বেশি বেড়েছে। পূর্ব অনুমানের চেয়ে এর পরিমাণ ০.১ শতাংশ বেশি।



বাণিজ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত নয় মাসে এটিই সবচেয়ে কম বৃদ্ধি। নভেম্বরে এই হার বেড়েছিল ০.২ শতাংশ থেকে ০.৪ শতাংশে।

খ্রিস্টানদের বড়দিন উপলক্ষ্যে ডির্পাটমেন্টাল স্টোর ও ইলেকট্রনিক্সের দোকানে বিক্রয় কমেছিল।

তা সত্ত্বেও ২০১১ সালে ২০১০ সালের তুলনায় বিক্রি বেড়েছে ৭ দশমিক ৭ শতাংশ।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জানুয়ারি ১২,২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।