মেক্সিকো সিটি: মেক্সিকোর বর্তমান প্রেসিডেন্ট ফিলিপ কালদেরনের উদ্যোগে দেশটিতে মাদক বিরোধী অভিযান শুরুর পর সেখানে এ যাবত প্রায় ৪৭ হাজার ৫শ’ ১৫ জন মানুষ নিহত হয়েছে।
সম্প্রতি সরকারি পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে।
পরিসংখ্যানে দেখা যাচ্ছে, মাদক সংক্রান্ত সহিংসতায় ২০১১’র জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১৩ হাজার লোক নিহত হয়েছে।
তবে প্রাণহানির ঘটনা ২০১০ সাল থেকে আগের তুলনায় প্রায় ১১ শতাংশ কমেছে বলে পরিসংখ্যান প্রকাশের সময় দাবি করেছে কর্তৃপক্ষ।
এদিকে আগামী জুলাইয়ে অনুষ্ঠেয় মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচনে মাদক সংক্রান্ত সহিংসতা দেশের ভোটারদের কাছে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়াবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
মেক্সিকোর কেন্দ্রীয় প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয় গত বুধবার আনুষ্ঠানিকভাবে এই পরিসংখ্যান প্রকাশ করেছে।
পরিসংখ্যানে দেখা যায়, ২০১১ সালের প্রথম নয় মাসে মাদক সংক্রান্ত সহিংসতায় মেক্সিকোতে নিহত হয়েছে প্রায় ১২ হাজার ৯শ’ ৩ জন।
২০১১ সালের জানুয়ারির পর মাদকসন্ত্রাসের বলি হওয়া মানুষের ব্যাপারে মেক্সিকোর প্রথম সরকারি পরিসংখ্যান এটি।
পরিসংখ্যান অনুযায়ী, মেক্সিকোতে ২০০৯-২০১০ সালে মাদক সংক্রান্ত হত্যাকাণ্ডের হার এক লাফে ৭০ শতাংশ বেড়ে যায়। ২০০৮-২০০৯ সালে বৃদ্ধি হার প্রায় ৬৩ শতাংশ এবং সবচেয়ে বেশি বেড়েছে ২০০৭ সালে, যা আগের বছরের তুলনায় প্রায় ১১০ শতাংশ বেশি।
মেক্সিকোর চারভাগের এক ভাগ প্রদেশেই মাদক সন্ত্রাসের বিস্তার ঘটেছে বলে কর্তৃপক্ষ তাদের পরিসংখ্যানে তুলে ধরেছে।
বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১২