ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নেতৃস্থানীয় ভিন্নমতাবলম্বী বন্দীদের মুক্তি দিয়েছে মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৫, জানুয়ারি ১৩, ২০১২
নেতৃস্থানীয় ভিন্নমতাবলম্বী বন্দীদের মুক্তি দিয়েছে মিয়ানমার

ইয়াঙ্গুন: মিয়ানমার বন্দী মুক্তি দেওয়ার পদক্ষেপ হিসেবে উল্লেখযোগ্য সংখ্যক নেতৃস্থানীয় ভিন্নমতাবলম্বী বন্দীদের মুক্তি দিয়েছে।

মুক্তিপ্রাপ্তদের মধ্যে ১৯৮৮ সালে ছাত্র আন্দোলনের সময়কার ছাত্র, নৃগোষ্ঠিয় নেতা এবং কিছু সাংবাদিকও রয়েছে।



বৃহস্পতিবার মিয়ানমারের রাষ্ট্রায়াত্ব টেলিভিশনে এই বন্দী মুক্তির বিষয়ে সত্যতা স্বীকার করা হয়। টেলিভিশনে আরও বলা হয়, বিভিন্ন মেয়াদে ৬৫১ জন বন্দীকে মুক্তি দেওয়া হচ্ছে। বন্দীদেরকে প্রেসিডেন্টের বিশেষ ক্ষমার অধীনে মুক্তি দেওয়া হচ্ছে।

তবে মুক্তি পাওয়া বন্দীদের মধ্যে কতজন রাজবন্দী তা জানায়নি টেলিভিশন চ্যানেলটি। কিন্তু আরও ভিন্নমতাবলম্বীদের মুক্তি দেওয়ার বিষয়ে আন্তর্জাতিক বিশ্ব থেকে প্রতিনিয়ত চাপের মধ্যে আছে মিয়ানমার।

১৯৮৮ সালে মিয়ানমারে ছাত্র আন্দোলনরত অবস্থায় গ্রেপ্তার হওয়া নিলার থেইন নিজের মুক্তির পাওয়ার বিষয়টি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানায়। তাকে থারাইয়া ওয়াদি কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।

নিলার আরও জানান, আমার সঙ্গে মোট দশজন রাজবন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। তবে আরও ২৫ জন রয়েছে কারাগারে।

নিলারে স্বামী কওন মিন ইউও একই সঙ্গে মুক্তি পেয়েছেন। ২০০৭ সালে তাকে গ্রেপ্তার করা হয়।

বন্দী মুক্তির এই বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি।

সরাকরি এক মুখপাত্র জানান, ‌‘যারা মুক্তি পেয়েছে তাদের আমরা সাধুবাদ জানাই। অনেকেই তাদের নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন ইতোমধ্যেই। ’

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।