ইসলামাবাদ: পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি একদিনের সফর শেষে দুবাই থেকে দেশে ফিরেছেন। শুক্রবার সকালে তিনি ইসলামাবাদে এসে পৌঁছান।
প্রেসিডেন্টের এক কর্মকর্তা ফরহাতুল্লাহ বাবর জানান, ‘ জারদারি গত মাসে এক সপ্তাহেরও বেশি সময় চিকিৎসার জন্য দুবাই কাটিয়েছেন। এক বিয়েতে অংশগ্রহন করার জন্য তিনি আবারও দুবাই গিয়েছিলেন। শুক্রবার ভোর পাঁচটায় জারদারি ইসলামাবাদে পৌঁছান। তিনি এখন ইসলামাবাদেই অবস্থান করছেন। ‘
সূত্র জানায়, দেশটির সংসদ এক জরুরী সভা আহবান করেছে শুক্রবার। বেসামরিক সরকার এবং সেনাবাহিনীর মধ্যে চরম অস্থিরতা বিরাজ করার পরিপ্রেক্ষিতেই এই জরুরী সভা আহবান করা হয়েছে।
এদিকে ইসলামাবাদ উচ্চ আদালত সোমবার পর্যন্ত প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে সেনাবাহিনী প্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানি এবং গোয়েন্দা প্রধান জেনারেল আহমদ সুজা পাশাকে অপসারণ না করার নির্দেশ দিয়েছে।
দুই সদস্যের একটি বেঞ্চ এ বিষয়ে সোমবার সিদ্ধান্ত নেবে।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১২