ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইউরোপ থেকে সাত হাজার সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৫, জানুয়ারি ১৩, ২০১২
ইউরোপ থেকে সাত হাজার সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন: ইউরোপ থেকে সাত হাজার সেনা প্রত্যাহার করার পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্র। ইউরোপের বিভিন্ন সেনাব্যারাকে মোট ৮১ হাজার মার্কিন সেনা মোতায়েন আছে।

বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা সচিব লিওন প্যানেটা সেনা প্রত্যাহারের পরিকল্পনার কথা বলেন।

আর্মড ফোর্সেস প্রেস সার্ভিসের সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে প্যানেটা বলেন, ‘দুই ব্রিগেড সেনা অথবা সাত হাজার মার্কিন সেনা ইউরোপ থেকে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। তবে এরপরেও ইউরোপে মার্কিন বাহিনীর সরব উপস্থিতি বিরাজ করবে। ’

পেন্টাগন মুখপাত্র জর্জ লিটল এক ইমেইল বার্তায় বলেন, ‘মন্ত্রী এবং বিভাগের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা ইউরোপ থেকে সেনা সড়িয়ে নেওয়ার ব্যাপারে বিভিন্ন কৌশলগত দিক নিয়ে আলোচনা করেছেন। তারপরেই তারা নতুন এই সিদ্ধান্ত নিয়েছেন। ইউরোপ এবং ন্যাটোর প্রতি আমাদের প্রতিশ্রুতি অব্যাহত থাকবে। ’

জানুয়ারির ১০তারিখ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবিষয়ে দশ বছর মেয়াদী এক পরিকল্পনার কথা বলেন। তারই অংশ হিসেবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং মধ্যপ্রাচ্যে কৌশলগত উপস্থিতি বাড়াতেই এই সেনা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বার্তা প্যানেটা আরও বলেন, ‘এশিয়া এবং মধ্যপ্রাচ্যে আমাদের উপস্থিতি আমরা বজায় রাখবো। হ্যা, আমাদের নৌবাহিনী এবং বিমান বাহিনী রয়েছে। কিন্তু আমার অভিজ্ঞতা বলে যেকোনো পরিস্থিতিতে এসবের বাইরেও যুদ্ধের ময়দানে পদাতিক বাহিনীর প্রয়োজনীয়তা রয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।