লাসভেগাস: টুইটারের সহাকারী প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি বৃহস্পতিবার চীনে গিয়েছেন। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার চীনে বন্ধ করে দেওয়ার পরিপ্রেক্ষিতেই তিনি চীন সফরে গিয়েছেন বলে জানা যায়।
ডরসি তার টুইটার বার্তায় লিখেন, ‘হ্যালো সাংহাই। টুইটার চীনে বন্ধ। সুতরাং আমি কোনো টুইট পড়তে পারছি না। ’ টুইটারে ডরসির অনুসরনীয়ের সংখ্যা ১.৮ মিলিয়ন।
ডরসির টুইটের জবাবে আবার চীনের ভিন্নমতাবলম্বী শিল্পী আই ওয়েইওয়েই টুইট করেন, ‘টুইটার বন্ধের মাটিতে স্বাগতম। ’ টুইটারে ওয়েইওয়েইয়ের অনুসরনীয়ের সংখ্যা এক লাখ ১৯ হাজার।
সান ফ্রান্সিসকোভিত্তিক টুইটারের নির্বাহী পরিচালক ডরসি বলেন, ‘হ্যা, এটা অপ্রত্যাশিত এবং হাতাশাব্যাঞ্জক। ’
প্রতিউত্তরে ওয়েইওয়েই আবার লিখেন, ‘আমরা এখানে আসলেই টুইটারকে মিস করছি। আনন্দ করুন এবং সাংহাইকে উপভোগ করুন। এই শহরের কোনো সংস্কৃতি নেই, আছে শুধু কাড়ি কাড়ি অর্থ। ’
তবে ডরসি তার সর্বশেষ টুইটে বলেন, ‘আমাকে নিশ্চিত হতে দিন যে চীনে উত্তর কোরিয়ার আগে টুইটার ব্যবহার শুরু হবে। ’
অনলাইনে আরব স্টাইলে অভ্যুত্থান চাওয়ার অভিযোগে ওয়েইওয়েইকে গত বছর চীন ৮১ দিনের কারাদণ্ড দিয়েছিল। গত জুনমাসে তিনি মুক্তি পান। এরপর অবশ্য তাকে কর ফাঁকি দেওয়ার মামলায় ফাসানো হয়। এখনও বেইজিংয়ের কর অফিসে তার মামলাটি ঝুলছে।
চীনে টুইটার এবং ফেইসবুক দুটোই বন্ধ। যেখানে সারাবিশ্বের তুলনায় সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যাবহারকারীর সংখ্যা।
বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১২