কাবুল: মৃত তালেবান যোদ্ধাদের লাশের ওপর মূত্রত্যাগের ভিডিও শান্তি আলোচনায় কোনো প্রতিক্রিয়া করবে না। বৃহস্পতিবার তালেবান কর্তৃপক্ষের পক্ষ থেকে একথা জানানো হয়েছে।
ইতোমধ্যেই যেসব মার্কিন সেনারা মৃতদেহের ওপর মূত্রত্যাগ করেছিল তাদের চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। ইউটিউবে সর্বপ্রথম এই ভিডিও সম্প্রচারিত হয়।
মার্কিন সেনাবাহিনীর নিজস্ব আইনের বাইরেও জেনেভা কনভেনশন আইন অনুযায়ী একে মৃতদেহের প্রতি অবমাননা হিসেবে ধরা হয়।
এবিষয়ে তালেবান মুখপাত্র জানান, ‘এধরনের ঘটনা দুঃখজনক। কিন্তু এরপরেও এই ঘটনা বা ভিডিওচিত্র আমাদের শান্তি আলোচনায় কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করবে না। কারণ পুরো বিষয়টিই এখনও প্রাথমিক স্তরে আছে। আমাদের দেশ দখল হয়ে আছে তা আমরা জানি। ’
অনেক দিন ধরেই তালেবানদের সঙ্গে যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় বসতে চাইছিল। কিন্তু বারবারই তালেবানদের পক্ষ থেকে প্রস্তাব বাতিল করে দেওয়া হয়। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার চেষ্টায় শেষমেষ শান্তি আলোচনায় রাজি হয় তালেবান গোষ্ঠি। তবে মৃত তালেবান যোদ্ধাদের শরীরে মূত্রত্যাগের ঘটনা শান্তি আলোচনায় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেক বিশ্লেষকরাই।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লিওন প্যানেটা আফগান প্রেসিডেন্ট হামিদ কারযাইকে ফোন করে এই ভিডিওকে ‘ভয়াবহ’ বলে আখ্যা দেন। একই সঙ্গে ঘটনা তদন্তে আন্তর্জাতিক সিকিউরিটি অ্যাসিসটেন্স ফোর্স ব্যবহার করা হবে বলেও তিনি হামিদ কারযাইকে নিশ্চিত করেন।
তবে এই ঘটনা শুধুমাত্র আফগানিস্তান নয় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও ক্ষোভের সৃষ্টি করেছে।
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১২