ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আমার আস্থা ভোটের প্রয়োজন নেই: গিলানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৮, জানুয়ারি ১৩, ২০১২
আমার আস্থা ভোটের প্রয়োজন নেই: গিলানি

ইসলামাবাদ: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সংসদে আস্থা ভোটের প্রয়োজন নেই। শুক্রবার দেশটির সংসদে জরুরী ভিত্তিতে ডাকা সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় এমনটিই বললেন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি।



গিলানি বিরোধী দলীয় নেতা চৌধুরী নিসারকে উদ্দেশ্য করে বলেন, ‘তারা ন্যাশনাল রিকনসিলেশন অর্ডিন্যান্সের জন্যও আসেননি এবং সেনাবাহিনীর বিরুদ্ধে সমর্থণ জানাতেও আসেননি। ’

প্রধানমন্ত্রী বলেন, আমি আমার রাজনৈতিক জীবন শুরু করেছিলাম নিসারের সঙ্গে। আর এবারই প্রথম সেনাবাহিনী প্রধান এবং আইএসআইয়ের ডিরেক্টর জেনারেল সরাসরি সংসদে হাজির হয়েছেন। ’

সংসদকেই সিদ্ধান্ত নিতে হবে দেশ গণতান্ত্রিক হবে না একনায়কত্বের দিকে যাবে বলেও মন্তব্য করেন গিলানি।

গিলানি আরও বলেন, ‘রাজনীতিবিদরা এবং রাজনৈতিক কর্মীরা ভুল করে। এরজন্য গণতন্ত্র ঝামেলা ভোগ করে না। ’

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।