তেহরান: আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশনকে পরমাণু কেন্দ্র পরিদর্শনের অনুমতি দিয়েছে ইরান। জানুয়ারি মাসের শেষ সপ্তাহ নাগাদ পরিদর্শক দল ইরানে সফর করবেন বলে জানিয়েছে পশ্চিমা কূটনীতিকরা।
ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র বানানোর যে অভিযোগ উঠেছে তার পরিপ্রেক্ষিতেই তারা ইরান সফর করবেন বলেও জানিয়েছেন কূটনীতিকরা।
আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশনের (আইএইএ) প্রধান পরিদর্শক হ্যারম্যান নেকার্তের তত্ত্বাবধানে জানুয়ারির ২৮ তারিখ পরিদর্শক দল ইরান যাবেন বলে জানায় এক পশ্চিমা কূটনীতিক।
গত দুই সপ্তাহ আগে আইএইএ তেহরানের পরমাণু কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করে। আইএইএ দাবি করে, ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে।
তবে ইরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে বলেছে, শন্তিপূর্ণ কাজের জন্যই এই প্রকল্প চালানো হচ্ছে। কিন্তু ইরানের অস্বীকারের পরেও পশ্চিমা দেশগুলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেশটির ওপর অবরোধ জারির প্রস্তাব আনার কথা বলছে।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১২