ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মার্কিন অবরোধকে ইরানে শাসক পরিবর্তনের চেষ্টা বলে মনে করে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৭, জানুয়ারি ১৩, ২০১২
মার্কিন অবরোধকে ইরানে শাসক পরিবর্তনের চেষ্টা বলে মনে করে রাশিয়া

মস্কো: পরমাণু ইস্যুতে ইরানের তেল সম্পদের ওপর কঠোর অবরোধ আরোপের ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সর্তক করে দিলো রাশিয়া।

রাশিয়া বলছে, পরমাণু ইস্যুতে আলোচনায় ফিরে আসতে ইরানের সম্মতির পরও যুক্তরাষ্ট্রের এই কঠোর অবরোধ আরোপের পদক্ষেপ দেশটির শাসনক্ষমতা পরিবর্তনের অপচেষ্টা বলেই মনে করা হবে।



রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী গান্নাদি গাতিলভ শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইরান ইতোমধ্যেই আলোচনায় অংশ নিতে সম্মত হয়েছে এবং জাতিসংঘ পরির্দশকদের তাদের পরমাণূ স্থাপনা পরিদর্শনের অনুমতি দিয়েছে। এরপরও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবরোধ আরোপের উদ্দেশ্য দেশটির শাসনক্ষমতার পরিবর্তন আনা। ’

ইরানের বিরুদ্ধে কোনো অতিরিক্ত নিষেধাজ্ঞা এবং সামরিক হামলাকে আন্তর্জাতিক সম্প্রদায় ইরানের শাসন ক্ষমতা পরিবর্তনের অপচেষ্টা বলেই মনে করবে। অবরোধ আরোপ ইরানের পরমাণু সমস্যা নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগকে বাধাগ্রস্ত করবে বলে মত দেন গাতিলভ।

ইরানের সঙ্গে তেল ব্যবসায় যুক্ত থাকার অভিযোগে চীন, সিংগাপুর এবং সংযুক্ত আরব আমিরাতের ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওয়াশিংটনের নিষেধাজ্ঞা আরোপের পরপরই রাশিয়া এই প্রতিক্রিয়া জানালো।

এদিকে ইউরোপীয় রাষ্ট্রগুলোও ইরানের বিরুদ্ধে তেল অবরোধ বাস্তবায়নের লক্ষ্যে পদক্ষেপ নিতে যাচ্ছে। এই পদক্ষেপের অংশ হিসেবে ইরানের সঙ্গে সম্পাদিত চুক্তি থেকে বেরিয়ে আসতে বিদেশি কোম্পানিগুলোকে মাত্র ছয় মাস সময় দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।