রিয়াদ: সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শিয়া অধ্যুষিত কাতিফ প্রদেশে শুক্রবার পুলিশের সঙ্গে শিয়া বিক্ষোভকারীদের সংঘর্ষে কমপক্ষে একজন প্রতিবাদকারী নিহত হয়েছে ।
সৌদি আরবে মানবাধিকার কর্মীরা জানান, কাতিফের আল আওমিয়া শহরে শিয়া বিক্ষোভকারীদের পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।
রাজতন্ত্র বিরোধী বিক্ষোভে আটক শিয়া রাজবন্দিদের মুক্তির দাবিতে এই বিক্ষোভ সংঘটিত হয় বলে জানায় সংবাদ মাধ্যম।
কাতিফ অঞ্চলের চারটি গ্রামে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা সব রাজবন্দির মুক্তি, রাজনৈতিক সংস্কার এবং গোষ্ঠীগত বৈষম্য অবসানের দাবিতে বিক্ষোভ করে।
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শিয়া সংখ্যাগরিষ্ঠ এই প্রদেশটির সৌদি রাজতান্ত্রিক শাসনের বিরুদ্ধে সংগ্রামের দীর্ঘ ইতিহাস রয়েছে। তাদের অভিযোগ, দেশের শিয়া সম্প্রদায়সহ সাধারণ মানুষ আল সউদ পরিবারের হাতে শোষণের শিকার হয়ে আসছে।
কাতিফে এর আগেও ২০১১’র নভেম্বরে সৌদি পুলিশের হাতে চার শিয়া বিক্ষোভকারী নিহত হয়। এই বিক্ষোভটি হয় যখন পার্শ্ববর্তী আরেক শিয়া সংখ্যাগরিষ্ঠ কিন্তু সুন্নি রাজপরিবার শাসিত বাহরাইনে সরকার বিরোধী বিক্ষোভ যখন তুঙ্গে।
নিরাপত্তা বাহিনীর হাতে এই হত্যাকাণ্ডটি এমন সময় সংঘটিত হলো যখন ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সৌদি আরব সফররত।
কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, ক্যামেরন সৌদি বাদশাহ আবদুল্লাহ এবং যুবরাজ প্রিন্স নায়েফের সঙ্গে সাক্ষাৎ করবেন। ইরানের সঙ্গে দ্বন্দ্ব এবং সিরিয়াতে রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষিতে ব্রিটেনের সঙ্গে নিরাপত্তা, বাণিজ্য এবং জ্বালানি রপ্তানি বাণিজ্য সম্পর্ক আরও বৃদ্ধির বিষয়গুলো তারা আলোচনা করবেন।
সৌদি আরব ব্রিটেনে প্রায় ৯ হাজার ৫শ’ কোটি ডলারের বিনিয়োগ করেছে।
দেশটির নিকটতম প্রতিবেশী ইয়েমেন ভয়াবহ দারিদ্র্যপীড়িত এবং লোহিত সাগরের অপর প্রান্তের দেশ সোমালিয়া বর্তমানে দুর্ভিক্ষের মুখোমুখি। সৌদি আরবের তেল সম্পদ থেকে প্রাপ্ত অর্থ দেশটির শাসক শ্রেণী ভোগবিলাসে আর পশ্চিমা দেশে বিনিয়োগ করে রাখলেও প্রতিবেশী এই দেশগুলোতে তাদের সাহায্যের পরিমাণ একবারে নগণ্য।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১২