জুবা: আফ্রিকার সংঘাত পীড়িত সদ্য স্বাধীন দেশ দক্ষিণ সুদানে নতুন করে সহিংসতায় কমপক্ষে ৫৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
দেশটির তথ্যমন্ত্রী বার্নাবা মেরিয়াল বেনজামিন বলেছেন, দক্ষিণ সুদানের জংলী প্রদেশের অধিবাসী মুরলি গোষ্ঠী তাদের প্রতিদ্বন্দ্বী লু নুয়ার গোষ্ঠীর ওপর প্রতিশোধ নিতে হামলা চালালে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।
এর আগে চলতি মাসের প্রথম দিকে লু নুয়ার গোষ্ঠীর প্রায় ৬ হাজার যোদ্ধা মুরলি গোষ্ঠীর প্রায় ১০ হাজার লোককে বসতভিটা থেকে উচ্ছেদ করে।
দক্ষিণ সুদানে এই দুই গোষ্ঠীর মধ্যে শত্রুতা দিনের। মূলত গবাদি পশু চুরির ঘটনাই এদের মধ্যে বিবাদের প্রধান কারণ। গত বছরও দুই গোষ্ঠীর মধ্যে সংঘাতে প্রায় এক হাজার মানুষ নিহত হয়।
সংঘর্ষের এলাকায় সেনাবাহিনী এবং জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হয়েছে। দক্ষিণ সুদান সরকার জংলি প্রদেশকে বিপর্যস্ত এলাকা হিসেবে ঘোষণা করেছে।
তথ্যমন্ত্রী বেনজামিন জানান, হামলায় শিকার বেশিরভাগই নারী এবং শিশু। হামলার ঘটনা ঘটে গভীর রাতে যখন আক্রান্তরা তাদের কুঁড়েঘরে ঘুমিয়ে ছিল।
উল্লেখ্য, গত বছর দেশটির বিভিন্ন প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর আভ্যন্তরীণ সংঘাতে প্রায় ৩ লাখ ৫০ হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে।
সদ্য স্বাধীন হওয়া দক্ষিণ সুদানে গোষ্ঠীগত সংঘাত একটি প্রধান সমস্যা। এর পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র সুদানের সঙ্গেও দেশটির সীমান্ত নিয়ে দ্বন্দ্ব তো রয়েছেই।
বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১২