ব্যাংকক: হিজবুল্লাহর সঙ্গে সম্পর্ক থাকার সন্দেহে এক লেবাননি নাগরিককে আটক করেছে থাইল্যান্ড কর্তৃপক্ষ। ইসরায়েলের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি সর্তক বার্তা পাওয়ার পরই সন্দেহভাজন জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালানো হয় বলে জানায় কর্তৃপক্ষ।
এর আগে থাইল্যান্ডে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক করে দিয়ে যুক্তরাষ্ট্র বলেছিল, তাদের ওপর যে কোনও সময় সন্ত্রাসী হামলা হতে পারে। যুক্তরাষ্ট্রের এই হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই এই আটকের ঘটনা ঘটল।
এ ব্যাপারে থাই উপপ্রধানমন্ত্রী চালার্ম ইউবামরাঙ বলেন, অভিবাসন আইনের অধীনে সন্দেহভাজন এক জন লেবাননিকে আটক করা হয়েছে।
তবে বর্তমানে পরিস্থিতি সম্পুর্ণভাবে কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে উল্লেখ করে তিনি জনগনকে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন।
থাইল্যান্ডের ইসরায়েলি দুতাবাস সম্প্রতি সতর্ক করে দিয়ে বলে, একদল লেবানিজ সন্ত্রাসী থাইল্যান্ডে হামলা চালানোর পরিকল্পনা করছে। এর পর নববষের্র প্রথম দিন থেকে থাই পুলিশ সন্ত্রাসী হামলা ঠেকাতে ইসরায়েলের সঙ্গে এক যোগে কাজ করছে বলে জানান উপপ্রধানমন্ত্রী ইউবামরাঙ।
তবে থাই উপপ্রধানমন্ত্রী স্বীকার করেছেন, সন্দেহভাজন ওই দুই ব্যক্তি থাই আইন বিরোধী কোনো কাজ করেনি। তাই তাদের অভিবাসন আইনের আওতায় আটক দেখানো হয়েছে।
এদিকে থাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কমর্কতা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, দুই/তিন জন সন্ত্রাসীর একটি দল ব্যাংককে হামলার পরিকল্পনা করছে বলে ২২ ডিসেম্বর থাই কর্তৃপক্ষকে জানায় ইসরায়েলি দূতাবাস। তবে এ ব্যাপারে সন্দেহভাজন ব্যক্তিরা আগেই থাইল্যান্ড ছেড়ে চলে যায়। পরে সর্তকতা আসে নতুন বছরের ৮ জানুয়ারি। ওই সর্তকতার প্রেক্ষিতেই এই আটকের ঘটনা।
তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এ ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি।
বাংলাদেশ সময় : ২৩২০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১২