টোকিও: জাপানের প্রধানমন্ত্রী ইওশিহিকো নোদা তার মন্ত্রিসভায় রদবদল করেছেন। প্রধানমন্ত্রী নোদা ৫ জন মন্ত্রীর মধ্যে রদবদল করেছেন।
ধারণা করা হচ্ছে, পার্লামেন্টে একটি অজনপ্রিয় কর আইন পাসের কৌশল হিসেবে এই রদবদল অনুষ্ঠিত হলো।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে এই রদবদল ঘোষণা করে জাপানের মূখ্য মন্ত্রিপরিষদ সচিব ওসামু ফুজিমুরা বলেন, এই পরিবর্তন সরকারকে শক্তিশালী করবে এবং তাদের প্রধান লক্ষ্য সামাজিক নিরাপত্তা ও কর-সংস্কার বাস্তবায়নের উদ্দেশ্যকে এগিয়ে নেবে।
অবশ্য রদবদলে বাণিজ্য এবং পররাষ্ট্র মন্ত্রণালয়সহ ১২টি পদ অপরিবর্তিত রয়েছে। তবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী কাতাসুয়া ওকাদাকে প্রধানমন্ত্রী নোদার সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। ধারণা করা হয় জাপানের বর্তমান সরকারের অঙ্গীকার অনুযায়ী সামাজিক নিরাপত্তা এবং কর ব্যবস্থা সংস্কার কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব তার ওপর অর্পণ করা হবে।
ইওশিহিকো নোদা ২০১১’র সেপ্টেম্বরে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। পরবর্তী সংসদীয় অধিবেশনেই বিক্রয় কর ৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব উত্থাপন করবেন বলে এর আগে তিনি অঙ্গীকার করেছিলেন।
এছাড়া পরবর্তীতে এর অংশ হিসেবে দ্বিতীয় দফায় ২০১৫ সালের মধ্যে আরও ৫ শতাংশ কর বাড়ানোর পরিকল্পনা রয়েছে নোদা সরকারের।
জাপানে এই মুহূর্তে কর বৃদ্ধির সিদ্ধান্ত একটি অজনপ্রিয় ইস্যু। তবে বিশ্লেষকদের মতে দেশটির ঋন সংকট কাটাতে এই পদক্ষেপ নেওয়া জরুরি।
জাপানের ঋন এই মুহূর্তে দেশটির জিডিপির প্রায় দ্বিগুণ।
বাংলাদেশ সময়: ২৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১২