ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

রেটিং হারালো ইউরোজোনের সাত দেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৩, জানুয়ারি ১৪, ২০১২
রেটিং হারালো ইউরোজোনের সাত দেশ

বার্লিন: স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরসের(এসএন্ডপি) ঋণমান ‘ট্রিপল এ’ হারিয়েছে ফ্রান্স ও অস্ট্রিয়া। শুধু ফ্রান্স এবং অস্ট্রিয়াই নয় এর সঙ্গে রয়েছে ইউরো জোনের আরও সাতটি দেশ।



অর্থনৈতিক সঙ্কটের কারণেই এই পতন হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা এসএন্ডপি। তবে এই নয়টি দেশের মান পতনের সংবাদে দরপতন শুরু হয়েছে ইউরোপের পুঁজিবাজারে। তাই বাজর গবেষকরা ১৩ জানুয়ারিকে ইউরোজোনের ‘ব্ল্যাক ফ্রাইডে’ বলে অভিহিত করেছেন।

এই সূচক প্রকাশ নিয়ে এসএন্ডপি জানায়, ইউরো জোনের নেতারা তাদের নিজ নিজ দেশে অর্থনৈতিক সঙ্কট সামাল দিতে ব্যর্থ হয়েছে। এছাড়া তারা এই সঙ্কটের কারণ পর্যন্ত চিহ্নিত করতে পারেনি।

নতুন এই সূচকে স্পেন, সাইপ্রাস, ইতালি ও পর্তুগালের অবনমন হয়েছে দুই ধাপ। অপরদিকে মাল্টা, স্লোভাকিয়া ও স্লোভানিয়ার অবনমন হয়েছে এক ধাপ। কিন্তু ইউরোপের বৃহৎ অর্থনীতির দেশ জার্মানির সঙ্গে সঙ্গে ফিনল্যান্ড, লুক্সেমবার্গ এবং নেদারল্যান্ড ধরে রাখতে পেরেছে এসএন্ডপি‘র ‘ট্রিপল এ’ মান।

এসএন্ডপি আরও জানায়, ‘ইউরোজোনের অর্থনৈতিক সঙ্কট নিরসনে সাড়া দিতে এবং যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন নীতিনির্ধারকরা। এই মূল্যায়নের ভিত্তিতেই সূচকটি তৈরি হয়েছে। ’

এদিকে এসএন্ডপি’র এই নতুন সূচকে ইউরোজোনভুক্ত ১৪টি দেশকে নেতিবাচক তালিকায় রাখা হয়েছে। এদের মধ্যে ট্রিপল এ রেটিং পাওয়া দেশ নেদারল্যান্ড, লুক্সেমবার্গ, ফিনল্যান্ডও আছে।

জার্মানির অর্থনৈতিক অবস্থা এখনও স্থিতিশীল আছে বলেও জানায় এসএন্ডপি।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।