ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতে পদপিষ্ট হয়ে দশ তীর্থযাত্রীর প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫০, জানুয়ারি ১৪, ২০১২
ভারতে পদপিষ্ট হয়ে দশ তীর্থযাত্রীর প্রাণহানি

নয়াদিল্লি: মধ্য ভারতের মুসলিম ধর্মাবলম্বীদের এক মাজারে পদপিষ্ট হয়ে দশ ব্যক্তির প্রাণহানি হয়েছে।

মধ্য প্রদেশের উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা রাজেশ বাস এক বার্তা সংস্থাকে জানান, ‘শনিবার সকালের দিকে যখন বিশাল সংখ্যক মানুষ এক সঙ্গে মাজারে প্রবেশ করতে চেয়েছিল তখনই এই দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় অনেকেই আহত হয়েছেন। ’

মাজারটি মধ্য প্রদেশের রাতলাম এলাকার কাছে অবস্থিত। রাজধানী নয়াদিল্লি থেকে ৪৮০ মাইল দক্ষিণ-পশ্চিমে। পুলিশ ঘটনাস্থলে সঙ্গে সঙ্গেই পৌঁছাতে পারেনি।

ভারতে পদপিষ্ট হয়ে তীর্থযাত্রীর মৃত্যুর ঘটনা খুবই সাধারণ ব্যাপার। খুবই সংকীর্ন এলাকায় অনেক মানুষের ভিড়ের কারণেই মূলত এই ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।