নয়াদিল্লি: মধ্য ভারতের মুসলিম ধর্মাবলম্বীদের এক মাজারে পদপিষ্ট হয়ে দশ ব্যক্তির প্রাণহানি হয়েছে।
মধ্য প্রদেশের উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা রাজেশ বাস এক বার্তা সংস্থাকে জানান, ‘শনিবার সকালের দিকে যখন বিশাল সংখ্যক মানুষ এক সঙ্গে মাজারে প্রবেশ করতে চেয়েছিল তখনই এই দুর্ঘটনা ঘটে।
মাজারটি মধ্য প্রদেশের রাতলাম এলাকার কাছে অবস্থিত। রাজধানী নয়াদিল্লি থেকে ৪৮০ মাইল দক্ষিণ-পশ্চিমে। পুলিশ ঘটনাস্থলে সঙ্গে সঙ্গেই পৌঁছাতে পারেনি।
ভারতে পদপিষ্ট হয়ে তীর্থযাত্রীর মৃত্যুর ঘটনা খুবই সাধারণ ব্যাপার। খুবই সংকীর্ন এলাকায় অনেক মানুষের ভিড়ের কারণেই মূলত এই ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১২