ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বসরায় আত্মঘাতী হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৫০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৮, জানুয়ারি ১৪, ২০১২
বসরায় আত্মঘাতী হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৫০

বসরা: ইরাকের দক্ষিণের শহর বসরাতে এক আত্মঘাতী বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৫০ জনে।

শনিবার সকালের দিকে শিয়া তীর্থযাত্রীদের উদ্দেশ্যে করেই এই বোমা হামলা চালানো হয়েছে বলে বসরা পুলিশ বাহিনী থেকে জানানো হয়।



বসরা হাসপাতাল তেকে জানানো হয়, হাসপাতালে এখন পর্যন্ত ৯১ জন আহতকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।

শিয়া তীর্থযাত্রীরা বসরার একটি তল্লাসি চৌকি পার হওয়ার সময়ই এই আত্মঘাতী বোমা হামলা চালানো হয়।

ইরাকের সরকার ব্যবস্থা মূলত শিয়া শাসিত। সম্প্রতি ইরাকের ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর থেকেই একের পর এক বোমা হামলায় বিপর্যস্ত হচ্ছে ইরাক।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।