বসরা: ইরাকের দক্ষিণের শহর বসরাতে এক আত্মঘাতী বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৫০ জনে।
শনিবার সকালের দিকে শিয়া তীর্থযাত্রীদের উদ্দেশ্যে করেই এই বোমা হামলা চালানো হয়েছে বলে বসরা পুলিশ বাহিনী থেকে জানানো হয়।
বসরা হাসপাতাল তেকে জানানো হয়, হাসপাতালে এখন পর্যন্ত ৯১ জন আহতকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।
শিয়া তীর্থযাত্রীরা বসরার একটি তল্লাসি চৌকি পার হওয়ার সময়ই এই আত্মঘাতী বোমা হামলা চালানো হয়।
ইরাকের সরকার ব্যবস্থা মূলত শিয়া শাসিত। সম্প্রতি ইরাকের ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর থেকেই একের পর এক বোমা হামলায় বিপর্যস্ত হচ্ছে ইরাক।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১২