ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়াতে সেনা পাঠানোর পরামর্শ কাতারি আমিরের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১১, জানুয়ারি ১৪, ২০১২
সিরিয়াতে সেনা পাঠানোর পরামর্শ কাতারি আমিরের

দোহা: সিরিয়াতে আরব সেনাবাহিনী পাঠানোর পরামর্শ দিয়েছেন কাতারি আমির শেখ হামাদ বিন আল তানি। সিরিয়ার রাজনৈতিক অস্থিরতা নিরসনে এই পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন তিনি।


 
জাতিসংঘ দাবি করছে, সিরিয়াতে সরকারি বাহিনীর হাতে গত নয় মাসে পাঁচ হাজার মানুষ মারা গিয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সম্প্রচার কেন্দ্রের সঙ্গে এক ঘণ্টার এক সাক্ষাৎকারে আমির বলেন, ‘এই অবস্থায় সিরিয়ায় মানুষ হত্যা বন্ধে এখনই সেনাবাহিনী পাঠানো উচিত। ’

শেখ হামাদই প্রথম আরব নেতা যিনি সিরিয়ার ওপর বর্হিদেশিয় অবরোধের পক্ষে সমর্থণ জানান। সিরিয়াতে দশম মাসের মতো প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে প্রতিবাদ চলছে।
 
আরব বিশ্বের গণজাগরনে তার ভূমিকা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘যে সকল দেশের মানুষ বিচার এবং মর্যাদার জন্য লড়াই করছে তাদেরকে আমরা সমর্থন জানাই। আর এটা যদি প্রভাব হয় তাহলে এটা বেশ ভালো প্রভাব। আমি মনে করি সারা বিশ্বকেই এব্যাপারে সমর্থণ জানানো উচিত। ’

সিরিয়ার প্রতিবাদকারীদের দাবি মোতাবেক, শুক্রবার সিরিয়াতে ২৬ জন প্রতিবাদকারী সরকারি বাহিনীর হাতে নিহত হয়। প্রতিবাদকারীদের এই দাবির পরেই কাতারি আমির এই কথা বললেন।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।