দুবাই: সিরিয়ার জলসীমায় পৌঁছেছে রাশিয়ার অস্ত্রবাহী জাহাজ। গত শুক্রবার সাইপ্রাস হয়ে সিরিয়ার জলসীমায় পৌঁছেছে জাহাজটি।
গত ডিসেম্বর মাসের ৯ তারিখ একটি কার্গো বোঝাই জাহাজটি সেন্ট পিটর্সবুর্গ থেকে রওয়ানা দেয়।
জাহাজটি ৬০ টন গুলি বহন করছে বলে জানায় সাইপ্রাসের সংবাদপত্র পলিটিস।
রাশিয়া দীর্ঘদিন ধরেই সিরিয়ার কাছে অস্ত্র সরবরাহ করে আসছে। সিরিয়ার বিরুদ্ধে আরব লীগ এবং পশ্চিমারা অবরোধ জারি করলেও রাশিয়া কোনো প্রকার অবরোধ জারি করেনি সিরিয়ার বিরুদ্ধে।
সেন্ট পিটর্সবুর্গভিত্তিক ওয়েস্টবার্গ লিমিটেড একটি আন্তর্জাতিক বার্তাসংস্থাকে জানায়, ‘জাহাজটি একটি বিপদজনক কার্গো বহন করছে। এটা জানুয়ারির ১১তারিখ সিরিয়ায় পৌঁছেছে। ’
রাশিয়া ইতোমধ্যেই সিরিয়া প্রশ্নে জাতিসংঘ এবং পশ্চিমাদের অবস্থানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী গান্নাদি গাতিলভ এক ফ্যাক্স বার্তায় বলেন, ‘দুর্ভাগ্যবশত, পশ্চিমাদের আচরণ আমাদের চেয়ে ভিন্ন। সবকিছু তাদের মতো করে বিচার করে তারা পরিস্কারভাবে আসাদকে ক্ষমতা থেকে হটানোর চিন্তা করছে। ’
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১২