ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইতালীয় দ্বীপের কাছে ৪০০০ আরোহী নিয়ে জাহাজডুবি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৪, জানুয়ারি ১৪, ২০১২
ইতালীয় দ্বীপের কাছে ৪০০০ আরোহী নিয়ে জাহাজডুবি

রোম: ইতালীর গিগিলিও দ্বীপের কাছে ৪ হাজার আরোহী নিয়ে একটি জাহাজ ঢুবে গেছে। শনিবার সর্বশেষ খবরে তিন জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।



গত শুক্রবার সন্ধ্যায় কোস্টা কনকরডিয়া নামের জাহাজটি গিগলিও দ্বীপের নিকটবর্তী সমুদ্রে একটি বালির স্তুপে আঘাত করলে তা উল্টে যায়। এ সময় আরোহীদের বেশির ভাগই লাইফবোট নিয়ে পানিতে ভাসতে থাকেন। অনেকে সাঁতরে তীরে উঠেতে পেরেছেন।

উদ্ধারকর্মীরা প্রতি কেবিনে গিয়ে জীবিতদের খোঁজ করছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, ওই জাহাজে ইতালি, জার্মান, ফ্রেন্স এবং ব্রিটিশ মিলিয়ে ৩ হাজার ২শ’ জন যাত্রী ছিলেন। জাহাজের ক্রু ছিলেন এক হাজার।

জাহাজের ডকের উপর আটকে পড়া সর্বশেষ ৫০ জনকে হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়েছে।

ইতালির গণমাধ্যমগুলো সর্বশেষ তিন জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে।

কোস্টা কনকরডিয়া জাহাজটি গত শুক্রবার সকালের দিকে রোমের কাছে সিভিতাভেচ্চিয়া বন্দর থেকে যাত্রা শূরু করে।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।