ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কবরে থেকেও ফেসবুকে!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩০, জানুয়ারি ১৪, ২০১২
কবরে থেকেও ফেসবুকে!

লন্ডন: কেউ মারা গেলেও ফেসবুকে নিজের উপস্থিতি দেখিয়ে চমকে দিতে পারে বন্ধুদের। সম্প্রতি সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক নতুন এক অ্যাপ্লিকেশন যোগ করেছে।

এতে ফেসবুক বন্ধুদের জন্য সর্বশেষ ভিডিও বা বার্তা সংরক্ষণ করা যাবে যা কারও মৃত্যুর পর বন্ধুদের ওয়ালে পোস্ট হয়ে যাবে।

বিনামূল্যের অ্যাপ্লকেশনটির নাম দেওয়া হয়েছে ‘ইফ আই ডাই’। মৃত্যুর আগে বন্ধুদের জন্য কিছু রেখে যেতে চাইলে কেউ তা এখানে আপলোড করে রেখে যেতে পারে।

এতে রক্ষিত টেক্সট বার্তা, বা অডিও-ভিডিও তার মৃত্যুর পর বন্ধুদের ওয়ালে পোস্ট হয়ে যাবে।

অবশ্য স্বয়ংক্রিয়ভাবে পোস্ট হবে না। মৃত্যুর আগেই বন্ধুদের মধ্যে তিন জনকে ট্রাস্টি করে যেতে হবে। তার মৃত্যুর পর এরা যখনই মৃত্যুর খবর নিশ্চিত করবে তখনই এই বার্তাগুলো বন্ধুদের ওয়ালে পৌঁছে যাবে।

এই নতুন ও অভিনব অ্যাপ্লিকেশনে সংরক্ষণ করা যাবে এমন কিছু কথা বা ব্যক্তিগত কোনও ঘটনা যা জীবিতাবস্থায় কারও সঙ্গে ভাগাভাগি করা হয়নি। মৃত্যুর পরেও এইসব কথা-গল্প প্রিয় বন্ধুদের মধ্যে ১৩০ বা তারও বেশি জনের জন্য একটা চমক হয়ে আসতে পারে।

ইতোমধ্যেই এই অ্যাপ্লিকেশনটি ৫ হাজার ব্যবহারকারী পছন্দ করেছে বলে ফেসবুক জানিয়েছে। অনেকে একে একটি টাইম ক্যাপসুল বলে বর্ণনা করছেন।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।