আগরতলা: দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত হওয়া মার্কিন যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে বাংলাদেশের নিকটতম প্রতিবেশী ত্রিপুরা রাজ্যের গহীন অরণ্যে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তের অল্প কিছুদিন পর মিত্র শক্তির অন্যতম সহযোগী যুক্তরাষ্ট্রের এই যুদ্ধবিমানটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার ওই স্থানে বিধ্বস্ত হয়।
১৯৪৬ সালের ১৭ মে রেঙ্গুন থেকে কলকাতায় উড়ে যাওয়ার সময় খারাপ আবহাওয়ার কারণে বিমানটি ১১ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়।
ভারতের আধাসামরিক বাহিনী আসাম রাইফেলসের একটি অনুসন্ধান দল গত ১৬ ডিসেম্বর ত্রিপুরা রাজ্যের ধালাই জেলার বিরমনিপাড়া থেকে মার্কিন সি-৪৭বি বিমানটি উদ্ধার করে।
প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় মিত্রশক্তি জাপানি বাহিনীর বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় চীন, বার্মা এবং ভারত সংলগ্ন সীমান্তে বহু বিমান হারিয়েছে। এসবের বেশিরভাগই খারাপ আবহাওয়া, যান্ত্রিক ত্রুটি অথবা দিগভ্রান্ত হয়ে বিধ্বস্ত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১২