লন্ডন: জনপ্রিয় পপ গায়িকা বিয়ন্স নোয়েলস মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাচনী প্রচারণায় তহবিল সংগ্রহের জন্য একটি টি-শার্ট ডিজাইন করেছেন।
৩০ বছর বয়সী এই আফ্রিকান-আমেরিকান গায়িকা গত ৭ জানুয়ারি যমজ কন্যা জন্ম দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামার পুননির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া অন্য ২২ জন সেলিব্রেটির মধ্যে বিয়ন্স একজন। হাউজ অব ডেরিয়র নামে একটি পোশাক ডিজাইন প্রতিষ্ঠান রয়েছে বিয়ন্সের। তার মা টিনা নোয়েলস এটা দেখাশুনা করেন।
টিনা নোয়েলস জানিয়েছেন, নতুন ডিজাইন করা পোশাকটিতে ওবামার বলা এবং এবং তার সম্পর্কিত অনেক স্লোগান ও বক্তব্য লেখা রয়েছে। ওবামার বিখ্যাত স্লোগান ‘ইয়েস উই ক্যান’ এর মধ্যে স্থান পেয়েছে।
সেলিব্রেটিদের মধ্যে আরো যারা এবার ওবামার নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন তারা হলেন- রাসেল সাইমনস, টোরি বার্চ, ভেরা ওয়াং, ডিয়ানে ভন ফার্স্টারনবার্গ এবং পি. ডিডি।
বিয়ন্সের ডিজাইন করা টি-শার্টটির দাম নির্ধারণ করা হয়েছে ৪৫ ডলার। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে এটি বাজারে আসবে।
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১২