ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

তাইওয়ান নির্বাচনে জয়ের পথে চীনপন্থী নেতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০০, জানুয়ারি ১৪, ২০১২
তাইওয়ান নির্বাচনে জয়ের পথে চীনপন্থী নেতা

তাইপে: তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট মা ইং জিউ নিজেকে বিজয়ী দাবি করেছেন।

শনিবার যতোখানি ভোট গণনা হয়েছে তার মধ্যে ৮০ শতাংশ ভোট পেয়েছেন বলে দাবি করেছেন তিনি।



তাইওয়ানের এই প্রেসিডেন্ট নির্বাচনের ওপরই নির্ভর করছে দেশটির সঙ্গে চীনের সম্পর্কের নীতি কেমন হবে।

চূড়ান্ত ফলাফল ঘোষিত না হলেও সর্বশেষ খবরে জানা যাচ্ছে, মা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাই ইং ওয়েনের চেয়ে ৬ শতাংশ ভোটে এগিয়ে আছেন।

মা দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার জন্য লড়ছেন। ক্ষমতায় থাকাকালে তিনি চীনের সঙ্গে তাইওয়ানের সম্পর্কের অনেক উন্নতি ঘটান।

কিন্তু মা’র বর্তমান প্রতিদ্বন্দ্বী সাই বলছেন, আগের প্রেসিডেন্টের এমন দৃষ্টিভঙ্গি তাইওয়ানের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে। যে দেশ তাইওয়ানকে স্বীকৃতিই দেয়নি।

চীন মনে করে, দ্বীপ দেশ তাইওয়ান তাদেরই বিচ্ছিন্ন ভূখণ্ড। তারা একে মূল ভূখণ্ডের অন্তর্ভূক্ত করতে চায়।

তাইওয়ানের টেলিভিশন প্রতিবেদনে জানা যাচ্ছে, তৃতীয় প্রার্থী  জেমস সুং গণনা হওয়া ভোটের ৩ শতাংশ পেয়েছেন।

এই ব্যক্তি মা’র কুমিন্তাং পার্টির একজন সাবেক জ্যেষ্ঠ নেতা।

স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন, নির্বাচনে এক কোটি ৮০ লাখ নিবন্ধিত ভোটারের মধ্যে ৭৬ থেকে ৮০ শতাংশ ভোট পড়েছে।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।