ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

জারদারির সঙ্গে কায়ানির বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৮, জানুয়ারি ১৪, ২০১২
জারদারির সঙ্গে কায়ানির বৈঠক

ইসলামাবাদ: পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গে শনিবার বৈঠক করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানি।

পাকিস্তানের সরকার এবং সেনাবাহিনীর মধ্যে চলমান ক্ষমতার দ্বন্দ্বের উত্তেজনাকর পরিস্থিতিতে প্রভাবশালী সেনা বাহিনীর প্রধান কায়ানির অনুরোধেই এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে পাক গণমাধ্যম।



প্রেসিডেন্ট জারদারি এবং সেনাপ্রধান কায়ানি বহুল আলোচিত স্মারকলিপি কেলেঙ্কারি এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত ইস্যু নিয়ে  আলোচনা করেছেন বলে জানা গেছে।

প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে কায়ানি প্রেসিডেন্ট জারদারির কাছে প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির কার্যকলাপের  ব্যাপারে সেনাবাহিনীর আপত্তির কথা জানিয়েছেন।

উল্লেখ্য, স্মারকলিপি কেলেঙ্কারি প্রসঙ্গে গিলানি একটি চীনা সংবাদপত্রে পাকিস্তানের সেনাপ্রধান এবং আইএসআই প্রধানকে জড়িয়ে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন যা পাকিস্তানে রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি করে। এর পরিপ্রেক্ষিতে দেশটিতে সামরিক অভ্যুত্থানের গুজব ছড়িয়ে পড়ে।
 
গিলানি যেন তার মন্তব্য  প্রত্যাহার করে নেন সে ব্যাপারে কায়ানি প্রেসিডেন্ট জারদারিকে অনুরোধ করেন বলে সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় ।

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।