ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

গির্জার টাকা মেরে যাজকের জুয়া খেলা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১২, জানুয়ারি ১৪, ২০১২
গির্জার টাকা মেরে যাজকের জুয়া খেলা!

লাস ভেগাস: একেই বলে লাস ভেগাসের হাওয়া। গির্জার টাকা মেরে জুয়া খেলতে গিয়ে ধরা পড়লেন যাজক নিজেই।



যুক্তরাষ্ট্রের নেভাদা রাজ্যের লাস ভেগাসের একটি রোমান ক্যাথলিক চার্চের ধর্মযাজক মনসিনোর কেভিন ম্যাকালিফ গীর্জার ত্রাণ তহবিলের টাকা মেরে দিয়ে জুয়া খেলেছেন। এই অপরাধে তার তিন বছরের জেলও হয়েছে।

জানা গেছে, গির্জার কল্যাণ তহবিলের ৬ লাখ ৫০ হাজার ডলার আত্মসাত করেছেন তিনি। আর এই টাকার সবটা জুয়া খেলে উড়িয়ে দিয়েছেন।

নেভাদার রাজধানী লাস ভেগাস জুয়ার রাজধানী হিসেবে বিশ্ব বিশ্রুত। শহরটিতে অসংখ্য ক্যাসিনো রয়েছে যেখানে সারা বিশ্ব থেকে জুয়াড়িরা আসে। কতোজন যে নিঃস্ব হয়ে যায় তার ইয়ত্ত্বা নেই।

তবে উপযুক্ত মানসিক চিকিৎসা নেওয়ার মাধ্যমে চুরির বদভ্যাস ত্যাগ করে আবার গির্জায় ফিরতে পারেন সেই সুযোগ করে দেওয়ার জন্য আদালতে আবেদন জানিয়েছেন অভিযুক্তের আইনজীবী।

ওই যাজকের আইনজীবী আদালতে বলেন, ম্যাকালিফ সরিয়ে ফেলা টাকা আবার কল্যাণ তহবিলে ফেরত দিতে চান। ইতোমধ্যেই তিনি ১৩ হাজার ৪২০ ডলার ফেরত দিয়েছেন।

তবে এই আবেদনে কান দেননি আদালতের বিচারক। আদালত গির্জার প্রতি মানুষের আস্থা ভঙ্গের কারণে অভিযুক্ত করেছেন।

যাজক অবশ্য কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করেছেন। বিশ্বাস ভঙ্গের দায় স্বীকার করে মেরে দেওয়া টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি।

এতে আদালতের মন গলেছে। তার সাজার মেয়াদ কমিয়ে দিয়েছেন। তা না হলে এই  অপরাধে তার  ৬০ বছর পর্যন্ত জেল হতে পারতো।

বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।