ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অরুণাচল ভারতেরই অংশ, জানিয়ে দিল আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২০
অরুণাচল ভারতেরই অংশ, জানিয়ে দিল আমেরিকা

অরুণাচল প্রদেশ নিয়ে ভারত ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছে। তবে এবার সে বিবাদে ভারতের মনোবল কিছুটা বাড়িয়ে দিয়েছে আমেরিকা।

 

বৃহস্পতিবার ওয়াশিংটন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, অরুণাচল প্রদেশ পুরোপুরিভাবে ভারতের। অন্য কেউ এর দাবি করলে আমরা তার বিরুদ্ধে।

নাম উল্লেখ না করলেও এটা যে চীনের বিরুদ্ধে ওয়াশিংটনের এক ধরনের হুঁশিয়ারি তা আর বলার অপেক্ষা রাখে না।  

সম্প্রতি ভারত-চীন টানাপোড়েনের মধ্যে এই মার্কিন বিবৃতি নিঃসন্দেহে মনোবল বাড়াল ভারতের। অন্যদিকে আন্তর্জাতিক মহলেও ভারতের দাবি মজবুত হলো বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, অরুণাচল প্রদেশ নিয়ে ভারত ও চীন বিবাদ প্রায় ছয় দশকের।

বৃহস্পতিবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের উচ্চপদস্থ কর্মকর্তা জানান, অরুণাচল প্রদেশ ইস্যুতে ভারতের পাশেই রয়েছে আমেরিকা। অন্য কোনও দেশ সেখানে অনুপ্রবেশের চেষ্টা করলে ভারতের প্রতি পদক্ষেপে সমর্থন দেওয়া হবে।  
 
লাদাখ সীমান্তে উত্তেজনার পর অরুণাচলের সীমান্তেও ঘাঁটি গাড়ছে চীন। ভারতের গণমাধ্যম সূত্রে জানা গেছে, অরুণাচল প্রদেশের সীমান্ত সংলগ্ন অন্তত চারটি অবস্থানে সেনা মোতায়েন করেছে বেইজিং। সূত্র: ডেইলিহান্ট, কলকাতা২৪

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।