ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সাধারণ ক্ষমা ঘোষণা করলেন প্রেসিডেন্ট আসাদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৩, জানুয়ারি ১৫, ২০১২
সাধারণ ক্ষমা ঘোষণা করলেন প্রেসিডেন্ট আসাদ

দামেস্ক: আন্দোলন চলাকালীন সংঘটিত সব অপরাধের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে রোববার এই ঘোষণা প্রচার করা হয়েছে।



বলা হয়েছে, গত ১০ মাস ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভে যতো অপরাধ সংঘটিত হয়েছে তা সাধারণ ক্ষমার আওতায় মাফ করা হবে।

২০১১’র মার্চে আসাদ বিরোধী আন্দোলন শুরুর পর সেনাবাহিনী থেকে যেসব সেনা পালিয়ে গেছে, শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া সাধারণ নাগরিক এবং অবৈধ অস্ত্র হাতে তুলে নেওয়া বেসামরিক নাগরিকদের সবাইকে ক্ষমা করা হবে  বলে জানায় সিরিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সানা।

সিরিয়ার চলমান সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মহাসচিব বান কি মুন প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতি অবিলম্বে সব ধরনের  সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন।

গত মার্চ মাস থেকে বিক্ষোভ শুরুর পর এ পর্যন্ত  নিরাপত্তা বাহিনীর হাতে আটক বেশ কিছু বন্দিকে প্রেসিডেন্ট আসাদ বিভিন্ন সময় ক্ষমা করেছেন বলে জানায় সংবাদমাধ্যম।

জাতিসংঘের হিসাবে সিরিয়ার গণআন্দোলনে প্রায় ১৪ হাজার ব্যক্তিকে আটক করে রাখা হয়েছে।

তবে মানবাধিকার সংস্থাগুলোর ধারণা, বিক্ষোভে অংশ নেওয়ার দায়ে এখনও কয়েক হাজার মানুষ বন্দি রয়েছে।

এদিকে প্রেসিডেন্টের সাধারণ ক্ষমা ঘোষণা সত্ত্বেও সিরিয়ায় আসাদ বিরোধী বিক্ষোভ কিন্তু থেমে নেই। প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে রাস্তায় বিক্ষোভ চলছে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী সিরিয়ায় সরকার বিরোধী আন্দোলনে এ যাবত প্রায় ৫ হাজার মানুষ সহিংসতায় প্রাণ হারিয়েছে।

এদিকে আন্তর্জাতিক শক্তিগুলো সিরিয়াকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আসাদ। জনসমক্ষে দেওয়া এক ভাষণে এ অভিযোগ করেন তিনি। সব সন্ত্রাসীকে কঠোর হস্তে দমন করা হবে বলেও অঙ্গীকার করেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।