ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার বিষয় আলোচনা করবে কংগ্রেস: পেলোসি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২০
ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার বিষয় আলোচনা করবে কংগ্রেস: পেলোসি ...

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য সাংবিধানিক পদক্ষেপ নিয়ে শুক্রবার কংগ্রেসে আলোচনা করা হবে।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সংবাদ সম্মেলনে ন্যান্সি পেলোসিকে প্রেসিডেন্ট ট্রাম্পের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া এবং তার সুস্থতা সম্পর্কে প্রশ্ন করা হলে জবাবে তিনি এ কথা জানান।

দেশটির সংবিধানের ২৫তম সংশোধনীতে বলা হয়েছে- প্রেসিডেন্ট অসুস্থ হলে এবং দায়িত্ব পালনে অসমর্থ হলে ভাইস প্রেসিডেন্ট দেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। কিন্তু সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও তিনি ভাইস প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করেননি। এ বিষয়টি জানতে মূলত সাংবাদিকরা ওই  প্রশ্ন করেন।

জবাবে ন্যান্সি পেলোসি বলেন, আমরা ২৫তম সংশোধনী নিয়ে আলোচনা করতে যাচ্ছি।

নির্বাচনের আগ মুহূর্তে ২৫তম সংশোধনী নিয়ে আলোচনা করা সঙ্গত হবে কিনা -এ প্রশ্নের জবাব দিতে অস্বীকার করেন পেলোসি। ইঙ্গিত দেন, প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাস্থ্য সম্পর্কে হোয়াইট হাউস থেকে স্বচ্ছ কোনো বক্তব্য দেওয়া হয় নি বলেই মূলত এ আলোচনা করা হবে।

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসার জন্য ট্রাম্পকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল ছেড়ে ৩ দিন থাকার পর ফের হোয়াইট হাউসে ফিরে আসেন যুক্তরাষ্ট্রের এ প্রেসিডেন্ট।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।