ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘উইগুরদের গণহত্যায় সমর্থন দেওয়া ৪৫ দেশই স্বৈরতান্ত্রিক’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২০
‘উইগুরদের গণহত্যায় সমর্থন দেওয়া ৪৫ দেশই স্বৈরতান্ত্রিক’ উইগুর-আমেরিকান অ্যাক্টিভিস্ট রুশান আব্বাস; ছবি: সংগৃহীত

উইগুর-আমেরিকান অ্যাক্টিভিস্ট রুশান আব্বাস বলেছেন, ‘যে ৪৫টি দেশ চীনে উইগুরদের গণহত্যার প্রতি সমর্থন দিয়ে বিবৃতিতে সই করেছে, তাদের প্রতিটিতেই স্বৈরতান্ত্রিক শাসন চলছে। ’

তিনি বলেন, ‘উইগুরদের গুণহত্যার প্রতি সমর্থন জানিয়ে বিবৃতিতে সই করেছে ৪৫টি দেশ।

আমি খেয়াল করে দেখলাম, এর বেশিরভাগ দেশেই স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু রয়েছে, তথবা তাদের সহজেই কেনা যাবে এমন অবস্থানে আছে। চীনের এসব বন্ধু এতে সমর্থন দিয়ে তাদের বর্বর শাসন ব্যবস্থার কথাই প্রকাশ্যে এনেছে। ’

আফ্রিকার যেসব দেশ চীনকে সমর্থন জানিয়েছে, তাদের নেতাদের ‘আধুনিক যুগের উপনিবেশবাদ এবং দাসত্ব’ নিয়ে পুনরায় চিন্তা করার আহ্বান জানিয়েছেন আব্বাস।

আব্বাস বলেন, ‘আফ্রিকান দেশগুলোকে বলতে চাই, ঋণের ফাঁদে ফেলে যখন আপনাদের নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যাবে, তখন আপনাদের কী হবে ভেবেছেন? আপনারা কি আধুনিক যুগের উপনিবেশবাদ এবং দাসত্বের সূচনা করতে চাচ্ছেন? চীন একই পদ্ধতি ব্যবহার করে বিশ্বের নিয়ন্ত্রণ নিচ্ছে এবং উইগুর, তিব্বতী, মঙ্গোলীয়, হংকংবাসী এবং আরও অনেককে মিথ্যা বলছে। ’

ইসলামিক যে দেশগুলো চীনকে সমর্থন জানিয়েছে তাদের উদ্দেশে আব্বাস বলেন, ‘নিজের বিশ্বাস এবং মুসলমানদের জীবনের ওপর যারা চীনের রক্তস্নাত টাকা বেছে নিয়েছে, তাদের বলতে চাই, আপনারা কী করেছেন সে ব্যাপারে আপনারা কি সচেতন? আপনাদের সম্মানের কথা ভেবেছেন? ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে চীন। আমাদের সতর্কবার্তা মনে রাখবেন, চীন আপনাদের উপনিবেশে পরিণত করতে যাচ্ছে। ’

বিশ্ববাসীকে চীনা কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহ্বান জানান আব্বাস।

চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসরত প্রায় এক কোটি উইগুর ও অন্য সংখ্যালঘু মুসলমান জনগোষ্ঠীর ওপর দীর্ঘদিন যাবৎ নির্যাতন-নিপীড়ন চালিয়ে আসছে চীনা সরকার, যার মূল্য উদ্দেশ্য জাতিগত গণহত্যা।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।