নাইজেরিয়া: নাইজেরিয়াতে পেট্রোলের দাম বাড়া নিয়ে বিক্ষোভের প্রেক্ষিতে দাম কমাতে বাধ্য হলো সরকার। দেশটির প্রেসিডেন্ট গুডলাক জোনাথন যতদ্রুত সম্ভব পোট্রোলের দাম কমানোর ঘোষণা দিয়েছেন।
জোনাথন আরও বলেন, ‘জনগণের কষ্ট বিবেচনা করে পেট্রোলের দাম ৩০ শতাংশ কমানো হলো। ’
পেট্রোলের দাম বাড়ানোর কারণে সম্প্রতি নাইজেরিয়াতে বিক্ষাভ করে সেদেশের জনগণ। সরকারের বিরুদ্ধে রাজধানীর রাস্তায় নেমে আসে সর্বস্তরের জনগণ।
গত ১ তারিখ পেট্রোলের দাম হঠ্যাৎ করেই ৬৫ নাইরা থেকে ১৪০ নাইরায় দাড়ায়।
বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১২