ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

গিলানিকে সুপ্রিম কোর্টের নোটিশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪১, জানুয়ারি ১৬, ২০১২
গিলানিকে সুপ্রিম কোর্টের নোটিশ

ইসলামাবাদ: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে নোটিশ পাঠিয়েছে পাকিস্তান সুপ্রিম কোর্ট। ১৯ জানুয়ারির মধ্যে আদালতে গিলানিকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ।

সোমবার সুপ্রিম কোর্ট কেন গিলানির বিরুদ্ধে অবমাননার অভিযোগ আনা হবে না এই মর্মে আদেশ দেওয়া হয়।
 
প্রেসিডেন্ট জরদারির বিরুদ্ধে দায়েরকৃত মামলার শুনানিকালে সুপ্রিম কোর্ট গিলানির বিরুদ্ধে এই আদেশ জারি করে। কারণ জারদারির বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে সরকারের পরিকল্পনা সোমবারের মধ্যে আদালতে জমা দেওয়ার কথা ছিল। কিন্ত সময় মতো তা দিতে ব্যর্থ হন গিলানি।

এর আগেও গিলানিকে আদেশ দিয়ে সতর্ক  করেছিল আদালত। কিন্তু তখন তিনি তা অগ্রাহ্য করেছেন। এবার যদি আদালতের আদেশ গিলানি অগ্রাহ্য করেন তাহলে প্রধানমন্ত্রী হিসেবে তাকে অযোগ্য ঘোষণা করা হতে পারে।

এর আগে ২০০৭ সালে সাবেক প্রেসিডেন্ট পরভেজ মোশারফ ‘ন্যাশনাল রিকনসিলেশন অর্ডিন্যান্সে আধীনে জারদারির বিরুদ্ধে করা দুর্নীতির মামলা খারিজ করে দিয়েছিলেন।

এদিকে গিলানি সেনাবাহিনীর সকল দাবি-দাওয়া বাতিল করে দিয়েছেন। উল্টো তিনি বলেন, আমি কারও কাছেই এই বিষয়ে কোনো উত্তর দেবো না। যেখানে আমার কথা বলার জায়গা সংসদ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।